রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হলো ২০১৭Ñ১৮ শিক্ষাবর্ষে নবীনবরণ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৮ ডিসেম্বর কলেজের স্থায়ী ক্যাম্পাস ডিয়াবাড়ীতে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. মাহাবুবুর রহমান, মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.)। নবীন বরণ পর্বে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য রাখেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম। এ ছাড়া কলেজের প্রশাসনিক অধ্যক্ষ লে. কর্নেল এম. কামালউদ্দিন ভূঁইয়া (অব.), প্রশাসনিক পরিচালক মো. মাসুদ আলম, সকল অনুষদ প্রধান, শিক্ষকÑশিক্ষিকা, ছাত্রÑছাত্রী, অভিভাবক, কলেজের কর্মকর্তাÑকর্মচারি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ পর্বে প্রধান অতিথি শিক্ষা মন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এবং বিশেষ অতিথি ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. মাহাবুবুর রহমান বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। -বিজ্ঞপ্তি
মন্তব্য করুন