শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

‘টাইগার জিন্দা হ্যায়’ ২০০ কোটি আয় ছাড়িয়েছে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৭, ১০:৪৫ এএম | আপডেট : ৬:১৪ পিএম, ২৯ ডিসেম্বর, ২০১৭

এক সপ্তাহে ‘টাইগার জিন্দা হ্যায়’ আয়ের আরকটি গুরুত্বপূর্ণ পর্যায় পেরিয়েছে। ১৫০ কোটি রুপিতে নির্মিত চলচ্চিত্রটি এরই মধ্যে ২০০ কোটি রুপি আয় অতিক্রম করল। ৭৫ কোটি রুপি বাজেটে নির্মিত এর আগের ফিল্ম ‘এক থা টাইগার’ ৩২০ কোটি রুপি আয় করেছিল।
২০১৪ সালে ইরাকে আইসিলের ভারতীয় ৪৬ নার্সকে পণবন্দী করার ঘটনা নিয়ে ‘টাইগার জিন্দা হ্যায়’ নির্মিত অ্যাকশন ড্রামা ফিল্মটি পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর। এতে সালমান খান আর ক্যাটরিনা কাইফের পাশাপাশি অভিনয় করেছেন সোনিয়া লিনারেস, বিপিন পানিগ্রাহী, আকাংশ ভরদ্বাজ, জিতরাই সিং, ক্রুশি দুবে এবং সানায়া শর্মা।
গত শুক্রবার মুক্তি পেয়ে ফিল্মটি আয় করেছে ৩৪.১ কোটি রুপি। শনিবার ফিল্মটির আয় ৩৫.৩ কোটি রুপি। রবিবার ফিল্মটির আয় ৪৫.৫৩ কোটি রুপি। তাতে সপ্তাহান্তে ফিল্মটি আয় করেছে ১১৪.৯৩ কোটি রুপি। সোমবার (বড়দিনের ছুটি) আর মঙ্গলবার ফিল্মটি আয় করেছে যথাক্রমে ৩৬.৫৪ কোটি রুপি এবং ২১.৬ কোটি রুপি। বুধবার ফিল্মটির আয় ছিল ১৭.৫৫ কোটি রুপি। বৃহস্পতিবারের (আনুমানিক) ১৫.৪২ কোটি রুপি আয়ে ‘টাইগার জিন্দা হ্যায়’ ২০০ কোটি রুপি আয় সীমা ছাড়িয়ে ২০৬.০৪ কোটি রুপি আয় করেছে। চলচ্চিত্রটি ভারতে ৪৬৫০টি পর্দায় মুক্তি পেয়েছে।
ভারতের বাইরে ১১০০ পর্দায় প্রদর্শিত হচ্ছে ‘টাইগার জিন্দা হ্যায়’। আন্তর্জাতিক সার্কিট থেকে প্রথম পাঁচ দিনে আয় হয়েছে ৯১ কোটি রুপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন