স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিন) নির্বাচনে দল মনোনয়ন দেয়ার আগে কারও নৌকা প্রতীক ব্যবহারের সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কেউ ব্যবহার করলে আওয়ামী লীগ সেটি খতিয়ে দেখবে। তিনি আরও বলেন, দেশের তৃণমূল পর্যায়ে বিএনপির চেয়ে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে অনেক বেশী শক্তিশালী এবং জনপ্রিয়। নতুন ভোটার ও নারী ভোটার এবং তৃণমূলের দলীয় সাংগঠনিক শক্তির ওপর নির্ভর করে আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগ জয়ী হবে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে জনগণ প্রত্যাখান করবে।
গতকাল শনিবার বিকালে রাজধানীর মোহাম্মদপুর বিআরটিসি ডিপো পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিজিএমই‘র সাবেক সভাপতি আতিকুল ইসলাম ডিএনসিসি নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী দাবি করে প্রচারণা চালাচ্ছেন; বিষয়টি নিয়ে দলের সাধারণ সম্পাদকের বক্তব্য জানতে চাইলে কাদের বলেন, আমরা বিএনপির মতো নই যে বাবা ছেলের নাম ঘোষণা করবে। তিনি বলেন, আওয়ামী লীগে বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নেই। ইউনিয়ন চেয়ারম্যানের ক্ষেত্রেও দলীয় মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নেয়।
কাদের বলেন, আমাদের মনোনয়ন দলের মনোনয়ন বোর্ড প্রার্থী দেবে। শিডিউল ঘোষণার পর এ সিদ্ধান্ত নেয়া হবে। এখানে কেউ হয়তো নৌকা প্রতীক ব্যবহার করে ব্যানার লাগিয়েছে। সেটা আমরা খতিয়ে দেখবো।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ভূঁইয়াসহ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন