বিনোদন ডেস্ক: শিল্পপতি, সমাজসেবক ও মুভিমোগল এ কে এম জাহাঙ্গীর খানের বাবা বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মরহুম আলহাজ্ব সেকান্দার খানের ৪৫তম মৃত্যুবার্ষিকী গত শনিবার পালিত হয়। ১৯৭৩ সালের ৬ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। তিনি পঞ্চাশ ও ষাটের দশকে এদেশে দি ইনজিনিয়ারস ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে সে সময় দেশে অনেক ইন্ডাস্ট্রি গড়ে ওঠে। আলহাজ্ব সেকান্দার খান দেশের অনেক শিল্পেরই পাইওনিয়ার। ইন্ডাস্ট্রি ছাড়াও তিনি শিক্ষা ও সমাজসেবামূলক বহু প্রতিষ্ঠা করে গেছেন। তার জন্মস্থান চাঁদপুর কুমারডগি খান বাড়িতে। তিনি এলকায় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, স্কুল ও ঈদগাহ ময়দান এবং রাজধানীর মুগদাপাড়া বাজার কবরস্থান, ৭ তলা জামে মসজিদ ও এতিমখানা প্রতিষ্ঠা করেছেন। আলহাজ্ব সেকান্দার খানের একমাত্র পুত্র এ কে এম জাহাঙ্গীর খানও বাবার হাতে গড়া প্রতিষ্ঠানকে বাস্তবায়ন করে চলেছেন। বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি রাজধানীর মুগদাপাড়া বাজার কবরস্থান জামে মসজিদ ও এতিমখানায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। মিলাদ মাহফিলে তার বন্ধু-বান্ধব, স্বজন ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন। তিনি তার বাবার আত্মার মাগফেরাত কামনা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন