হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের আয়োজনে ৭৫ গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ফলাফল চূড়ান্ত হয়েছে। ড্রামা বিভাগে সেরা চলচ্চিত্রসহ চারটি গোল্ডেন গ্লোব পেয়েছে ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিযোরি’ এবং কমেডি বা মিউজিকাল বিভাগে সেরা চলচ্চিত্রসহ দুটি পুরস্কার জিতেছে ‘লেডি বার্ড’। ‘দ্য হ্যান্ডমেইড’স টেল’ সেরা ড্রামা সিরিজ হিসেবে পুরস্কার পেয়েছে, এটি আরও একটি পুরস্কার পেয়েছে। সেরা টিভি সিরিজ (কমেডি বা মিউজিকাল) বিভাগসহ ‘দ্য মার্ভেলাস মিসেস মেইজেল’ দুই বিভাগে জয়ী হয়েছে আর মিনি-সিরিজ বা টিভির জন্য নির্মিত চলচ্চিত্র বিভাগে ‘বিগ লিটল লাইজ’ গোল্ডেন গ্লোব পেয়েছে।
হলিউডের প্রধান দুই পুরস্কার অনুষ্ঠানের একটি গোল্ডেন গ্লোব দেয়া হয়েছে ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের বেভারলি হিলটন হোটেলে। অস্কারের এক ধরনের পূর্বাভাস হিসেবে গোল্ডেন গ্লোবকে গণ্য করা হয়। আসলেই তা ফলে কিনা জানবার জন্য এখন ৪ মার্চ পর্যন্ত ৯০তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের অপেক্ষায় থাকতে হবে।
এই বছর গোল্ডেন গ্লোবে সবচেয়ে সাফল্য পেয়েছে ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিযোরি’। ছয়টি মনোনয়ন পেয়ে চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্র (ড্রামা), শ্রেষ্ঠ অভিনেত্রী, শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা এবং সেরা চিত্রনাট্য বিভাগে জয়ী হয়েছে। ‘দ্য শেপ অফ ওয়াটার’ এবং ‘লেডি বার্ড’ চলচ্চিত্র দুটি যথাক্রমে সাতটি ও চারটি মনোনয়ন পেয়ে দুটি করে পুরস্কার জয় করেছে। অন্য দিকে ‘দ্য পোস্ট’ পাঁচটি মনোনয়ন পেয়ে একটি গোল্ডেন গ্লোব জিততে পারেনি।
বিনোদন জগতে বিশেষ অবদানের জন্য এ বছরের সিসিল বি. ডিমিল সম্মাননা পেয়েছেন টিভি ব্যক্তিত্ব এবং অভিনেত্রী ওপরা উইনফ্রি। গত বছর এই সম্মান পেয়েছিলেন পেয়েছিলেন অভিনেত্রী মেরিল স্ট্রিপ। এবারের মিস গোল্ডেন গ্লোব ছিলেন অভিনেতা ডোয়েন ‘দ্য রক’ জনসনের মেয়ে সিমোন গার্সিয়া জনসন।
এবার অনুষ্ঠানটির প্রধান উপস্থাপক ছিলেন টক শো উপস্থাপক সেথ মেয়ার্স। তিনি এই প্রথম গোল্ডেন গ্লোব উপস্থাপনা করলেন।
২০১৭’র ১১ ডিসেম্বর গোল্ডেন গ্লোবের মনোনয়ন ঘোষণা করা হয়।
৭৫তম গোল্ডেন গ্লোব জয়ীরা
- সেরা চলচ্চিত্র (ড্রামা) : ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিযোরি’।
- শ্রেষ্ঠ অভিনেত্রী (চলচ্চিত্র - ড্রামা) : ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড (‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিযোরি’)।
- শ্রেষ্ঠ অভিনেতা (চলচ্চিত্র - ড্রামা) : গ্যারি ওল্ডম্যান (‘ডার্কেস্ট আওয়ার’)।
- সেরা চলচ্চিত্র (কমেডি বা মিউজিকাল) : ‘লেডি বার্ড’।
- শ্রেষ্ঠ অভিনেত্রী (চলচ্চিত্র - কমেডি বা মিউজিকাল) : সেওরশা রোনান (‘লেডি বার্ডস’)।
- শ্রেষ্ঠ অভিনেতা (চলচ্চিত্র - কমেডি বা মিউজিকাল) : জেমস ফ্র্যাঙ্কো (‘ডিজাস্টার আর্টিস্ট’)
- সেরা পূর্ণদৈর্ঘ্য এনিমেটেড চলচ্চিত্র : ‘কোকো’।
- সেরা বিদেশী ভাষাভিত্তিক চলচ্চিত্র : ‘ইন দ্য ফেইড’ (জার্মানি-ফ্রান্স)।
- শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী (চলচ্চিত্র) : অ্যালিসন জ্যানি (‘আই, টনিয়া’)।
- শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা (চলচ্চিত্র) : স্যাম রকওয়েল (‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিযোরি’)।
- শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক : গিয়ের্মো দেল তোরো (‘দ্য শেপ অফ ওয়াটার’)।
- সেরা চিত্রনাট্য (চলচ্চিত্র) : মার্টিন ম্যাকডোনা (‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিযোরি’)।
- শ্রেষ্ঠ যন্ত্রসঙ্গীত পরিচালক (চলচ্চিত্র) : আলেকজান্ডার ডেসপ্লাট (‘দ্য শেপ অফ ওয়াটার’)।
- শ্রেষ্ঠ কণ্ঠসঙ্গীত (চলচ্চিত্র) : কথা ও সুর – বেঞ্জ প্যাসেক এবং জাস্টিন পল (গান : ‘দিস ইজ মি’; চলচ্চিত্র : ‘দ্য গ্রেটেস্ট শোম্যান’)।
- সেরা টেলিভিশন সিরিজ (ড্রামা) : ‘দ্য হ্যান্ডমেইড’স টেল’।
- শ্রেষ্ঠ অভিনেত্রী (টেলিভিশন সিরিজ - ড্রামা) : এলিজাবেথ মস (‘দ্য হ্যান্ডমেইড’স টেল’)।
- শ্রেষ্ঠ অভিনেতা (টেলিভিশন সিরিজ - ড্রামা) : স্টার্লিং কে. ব্রাউন (‘দিস ইজ আস’)।
- সেরা টেলিভিশন সিরিজ (কমেডি বা মিউজিকাল) : ‘দ্য মার্ভেলাস মিসেস মেইজেল’।
- শ্রেষ্ঠ অভিনেত্রী (টেলিভিশন সিরিজ - কমেডি বা মিউজিকাল) : রেচেল ব্রসন্যাহান (‘দ্য মার্ভেলাস মিসেস মেইজেল’)।
- শ্রেষ্ঠ অভিনেতা (টেলিভিশন সিরিজ - কমেডি বা মিউজিকাল) : আজিজ আনসারি (‘মাস্টার অফ নান’)।
- সেরা মিনি-সিরিজ বা টেলিভিশনের জন্য নির্মিত চলচ্চিত্র : ‘বিগ লিটল লাইজ’।
- শ্রেষ্ঠ অভিনেত্রী (মিনি-সিরিজ বা টেলিভিশন চলচ্চিত্র) : নিকোল কিডম্যান (‘বিগ লিটল লাইজ’)।
- শ্রেষ্ঠ অভিনেতা (মিনি-সিরিজ বা টেলিভিশন চলচ্চিত্র) : কাইল ম্যাকলাকলান (‘টুইন পিক্স’)।
- শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী (সিরিজ, মিনি-সিরিজ বা টেলিভিশনের জন্য নির্মিত চলচ্চিত্র) : লরা ডার্ন (‘বিগ লিটল লাইজ’)।
- শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা (সিরিজ,মিনি-সিরিজ বা টেলিভিশনের জন্য নির্মিত চলচ্চিত্র) : আলেকজান্ডার স্কার্সগার্ড (‘বিগ লিটল লাইজ’)।
মন্তব্য করুন