মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

কলকাতার চলচ্চিত্রে আবুল হায়াত

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অভি মঈনুদ্দীন: একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা, নাট্যকার, নির্দেশক, ঔপন্যাসিক ও মডেল আবুল হায়াত প্রথমবারের মতো কলকাতার কোন চলচ্চিত্রে অভিনয় করলেন। স¤্রাট দাসের গল্প, চিত্রনাট্য ও নির্দেশনায় ‘গিন্নী’ নামক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এরইমধ্যে কলকাতার ইচ্ছাপুরে এই চলচ্চিত্রের শূটিংয়ে অংশ নিয়েছেন তিনি। চলচ্চিত্রটিতে আবুল হায়াত গল্পের প্রোটাগোনিস্ট একাকী বৃদ্ধ দীপক বাবুর চরিত্রে অভিনয় করেছেন। আবুল হায়াতের জন্ম মুর্শিদাবাদে। কিন্তু বাবার চাকরীর সুবাদে চট্টগ্রামে এলে পরবর্তীতে আর জন্মস্থানে ফেরা হয়নি। কিন্তু সেখান থেকে কাজ করার প্রস্তাব পেলে আবুল হায়াত চেষ্টা করেন সেই কাজটি করতে। তাই স¤্রাট দাসের ডাকে সাড়া দিয়ে তিনি পাঁচদিনের দেয়া সিডিউলে আড়াই দিনে কাজ শেষ করে আবারো ঢাকায় ফিরে এসে কাজে ব্যস্ত হয়ে উঠেছেন। চলচ্চিত্রেটিতে অভিনয় প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘ভীষণ মজার অথচ বাস্তব একটি চরিত্র। একা বুড়ো মানুষকে একটা না একটা কিছু নিয়ে থাকতে হবে। স¤্রাট প্রতিভাবান পরিচালক। বেশ ভালোলাগা নিয়ে দারুণ একটি কাজ শেষ করলাম। আমাকে নিয়েই তার কাজটি করার প্রবল ইচ্ছা ছিলো। তার ইচ্ছা আর আবেগের কাছে আমি হেরে গিয়ে মন দিয়ে কাজটি করেছি। আমি ভীষণ আশাবাদী কাজটি নিয়ে। এদিকে ঢাকায় ফিরেই আবুল হায়ত তার নিয়মিত অভিনয় শুরু করেছেন। আগামী ১২ জানুয়ারি তিনি নিজের নির্দেশিত ধারাবাহিক নাটক চ্যানেল আইতে প্রচার চলতি ‘তিন পাগলে হল মেলা’র শেষ লটের কাজ করবেন। এছাড়া তিনি নিয়মিত অভিনয় করছেন রহমতুল্লাহ তুহিনের ‘যখন কখনো’, ফজলুর রহমানের ‘উল্টোপথে উল্টোরথে’, ভিকে আকাশের ‘কেট হাউজ’, সোলাইমান জয়ের ‘মির্জাফর’,‘হিমু আকরামের ‘হ্যানিম্যান ও পাঁচ বাদর’ এবং সৈয়দ শাকিলের ‘সোনার শেকল’ ধারাবাহিক নাটকে। এস এ হক অলিক অভিনীত ‘এক পৃথিবী প্রেম’ চলচ্চিত্র তার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র। উল্লেখ্য এর আগে কলকাতায় তিনটি নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন