শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এটিএন বাংলায় নতুন অনুষ্ঠান হ্যালো চেক

প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ১০:১০ পিএম, ১৩ জানুয়ারি, ২০১৮

বিনোদন ডেস্ক: তরুণদের জন্য এটিএন বাংলায় স¤প্রচার শুরু হয়েছে নতুন টিভি অনুষ্ঠান ‘হ্যালো চেক!’। অনুষ্ঠানটি প্রতি শনিবার রাত ৯ টায় প্রচার হবে এবং পুনঃপ্রচার হবে রবিবার সকাল ৮.৪৫ মিনিটে। অনুষ্ঠানের লক্ষ্য তরুণদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে দেশের সব প্রান্তের তরুণরা তাদের চিন্তাভাবনা শেয়ার করার সুযোগ পাবে। ‘হ্যালো চেক!’ এর বিভিন্ন পর্বে মূলত তরুণদের আশা-আকাক্সক্ষা, ভয়, হতাশা ও স্বপ্নের বিষয়গুলো উঠে এসেছে। তরুণদের এই গল্পগুলো উঠিয়ে আনতে ‘হ্যালো চেক!’ এর চার তরুণ প্রেজেন্টার অতসী, বাসমা, আবির ও ফারহান ঘুরে বেরিয়েছে দেশের নানা প্রান্তে। তারা তুলে এনেছেন কখনও ফরিদপুরের ফটোস্টুডিও চালানো নারী উদ্যোক্তার কথা আবার কখনও মহাকাশে ন্যানো স্যাটেলাইট পাঠানো তরুণদের স্বপ্নজয়ের গল্প বলবে ‘হ্যালো চেক!’। সেই সাথে সমাজের প্রচলিত নানা ধারণাকে চ্যালেঞ্জ করা মজার মজার সব সোশ্যাল এক্সপেরিমেন্ট। বিবিসি মিডিয়া এ্যাকশন আয়োজিত এই অনুষ্ঠানটি নির্মাণ করা হয়েছে রুটগার্স এবং আইকিয়া ফাউন্ডেশনের সহায়তায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন