রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

৪৬-এ ব্যান্ডদল ¯পন্দনঃ হাল ধরেছে এ প্রজন্মের শিল্পীরা

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

সুমন মোস্তফা: স্বাধীনতা পরবর্তী ১৯৭২-৭৩ সালের আগ পর্যন্ত বাংলাদেশের সঙ্গীতে বিচরণ করা ব্যান্ডগুলো অধিকাংশই ইংরেজি গান পরিবেশন করত। সে সময়ে বাংলা গানে আগ্রহী হয়ে প্রখ্যাত পপস্টার ফিরোজ সাঁই, নাসির আহমেদ অপু এবং ফেরদৌস ওয়াহিদসহ কয়েকজন বন্ধু মিলে গঠন করেন ‘¯পন্দন’ নামের একটি বাংলা ব্যান্ড। ‘স্কুল খুইলাছে’, ‘মন তুই চিনলি নারে’, ‘এমন একটা মা দে না’ কালজয়ী গানগুলোর মাধ্যমে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে ব্যান্ডটি। গতকাল ছিল সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় এই ব্যান্ডের ৪৬তম জন্মদিন। বাংলাদেশের সংস্কৃতি ও লোক সঙ্গীতকে দেশ ও দেশের বাইরে জনপ্রিয় করার প্রয়াসে ১৯৭২ সালের ১৭ জানুয়ারি সঙ্গীতাঙ্গনে আত্মপ্রকাশ করে ¯পন্দন। সঙ্গীতের যাত্রা পথে শুরু থেকেই নতুন ধারার পরিবেশনার মধ্য দিয়ে সর্বস্তরের সঙ্গীতপ্রেমীদের কাছে অভ‚তপূর্ব সাড়া পায় ব্যান্ডটি। ¯পন্দনের এই যাত্রায় আরো যুক্ত ছিলেন সঙ্গীতজন আফতাব কামাল, হ্যাপি আখন্দ, কাজী হাবলু, শাহেদুল হুদা, ল্যারি, মুসা, কামাল, শেখ কামালসহ আরো অনেকে। এমনি একঝাঁক তারুণ্যদীপ্ত সঙ্গীত তারকার সম্মিলিত প্রয়াসে ‘¯পন্দন’ পৌঁছে যায় তৎকালীন ব্যান্ড সঙ্গীতে জনপ্রিয়তার শীর্ষে। ‘¯পন্দন’ই প্রথম বাংলাদেশের পপ, রক, লোক ও লোকধর্মী আধ্যাত্মিক গানগুলোর সাথে ওয়েস্টার্ন মিউজিক ইন্সট্রুমেন্টের সমন্বয় ঘটিয়ে ব্যান্ড সঙ্গীতে নতুন মাত্রা যুক্ত করে। দেশজ ধারার বিভিন্ন গানের সাথে ওয়েস্টার্ন মিউজিক ইন্সট্রুমেন্টের সমন্বয় করেছে ঠিকই কিন্তু গানগুলোর মূল সুরে কোনো প্রকার পরিবর্তন না এনে গানগুলোতে নতুন প্রাণের সঞ্চার ঘটায়। যা শ্রোতারা লুফে নেয়। এই নতুন ধারণাটি বাস্তবায়নের অগ্রদূত ছিলেন প্রখ্যাত পপ গায়ক ফিরোজ সাঁই, পপ ও রক গায়ক নাসির আহমেদ অপুসহ ¯পন্দন-এর অন্যান্য সদস্যরা। ¯পন্দন শুধুমাত্র তাদের পরিবেশনার মাধ্যমে বাংলাদেশের পপ সঙ্গীতে একেবারে বিপরীতমুখী চর্চার মধ্য দিয়ে শুধু নতুন ধারার সৃষ্টিই করেনি পাশাপাশি গানে গানে বাঙালি সমাজে প্রচলিত নানা ধরনের কুসংস্কার দূর করতে কাজ করেছে। সময়ের পরিক্রমায় ২০১৬ সালে এসে দীর্ঘ ৪১ বছর পর নতুন করে ‘¯পন্দন’-এর হাল ধরেন সঙ্গীতশিল্পী ফিরোজ সাঁই ও কাজী হাবলুর সন্তানেরা। দলের সাবেক সদস্যদের স্মরণে পুনর্গঠনের মধ্য দিয়ে আবারো তারা ‘¯পন্দন’কে ফিরিয়ে এনেছেন সঙ্গীত জগতে। দলের নতুন সদস্যদের প্রত্যেকেই সঙ্গীতের নানা ধারায় প্রতিষ্ঠিত। ¯পন্দন-এর বর্তমান সদস্যরা হচ্ছেন, রেজওয়ান ফিরোজ নিয়াজ, রায়হান ফিরোজ নাজিম, কাজী আনান, রেদওয়ান ফিরোজ নাঈম এবং কাজী শিশির। এরই মধ্যে তারা ¯পন্দন-এর প্রথম ফুল লেংথ অ্যালবামের কাজ শেষ করেছে। ৭০-এর দশকের ‘¯পন্দন’-এর জনপ্রিয় গান স্কুল খুইলাছে, মন তুই চিনলি নারে ও কয়েকটি মাইজভান্ডারী গানসহ মোট ৮টি গানে সাজানো হয়েছে অ্যালবামটি। শিগগিরই অ্যালবামটি প্রকাশ পাবে বলে জানিয়েছেন ‘¯পন্দন’-এর ভোকালিস্ট রায়হান ফিরোজ নাজিম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন