শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঢাকায় মহাসমাবেশকে সফল করতে টাঙ্গাইল জেলা জমিয়াতুল মোদার্রেছীনের প্রস্তুতি সভা

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৮, ৩:৩১ পিএম

ঢাকায় আগমী ২৭ জানুয়ারি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসমাবেশকে সফল করতে বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল আলিয়া মাদ্রাসা মিলনায়তনে জেলা জমিয়তুল মুদার্রেছীনের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জমিয়াতুল মুদার্রেছীনের সভাপতি ও টাঙ্গাইল আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সাঈদ। এতে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক ও পোড়াবাড়ী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ জাহিদুল ইসলাম, ফুলকি ঝনঝনিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হানিফ উদ্দিন খান, মির্জাপুর আফাজ উদ্দিন দাখিল মাদ্রাসার সুপার ফজলুল করিম, মধুপুর আদর্শ মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মীর মামুনুর রশীদ, লোকের পাড়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বখতিয়ার খান, ভুঞাপুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সোবহান প্রমুখ। মহা সম্মেলন সফল করার জন্য এই প্রস্তুতি সভায় টাঙ্গাইলের ১২টি উপজেলার জেলা জমিয়াতুল মুদার্রেছীনের সভাপতি সম্পাদকসহ শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। টাঙ্গাইল থেকে বিপুল সংখ্যক বিপুল সংখ্যক মাদ্রাসার শিক্ষক মহাসমাবেশে যোগদান করার জন্য সর্বাত্তক প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন