শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ভোলায় জমিয়াতুল মোদার্রেছীনের প্রস্তুতি সভা

অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রীকে সংবর্ধনা

ভোলা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

ঢাকায় আগামী ২৬ জানুয়ারী জমিয়াতুল মোদার্রেছীনের পক্ষ থেকে অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রীকে সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান উপলক্ষ্যে ভোলা জমিয়াতুল মোদার্রেছীনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার হলরুমে ভোলা জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি করিমজান মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ মাও: আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান সফল করার লক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব, ভোলা জেলার সাধারণ সম্পাদক ও ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ মাও. মো. মোবাশ্বিরুল হক নাঈম।

সভায় উপস্থিত ছিলেন ভোলা জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সিনিয়র সহ সভাপতি ও বোরহান উদ্দিন কামিল মাদরাসার অধ্যক্ষ মাও. আহম্মদ উল্লাহ আনসারী, সহ সভাপতি অধ্যক্ষ মাওঃ আবু সুফিয়ান মোহাম্মদ শফিকুল্লাহ, সহ সভাপতি অধ্যক্ষ মাও. মোঃ আব্দুস ছামাদ, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মাও. মো. আ. লতিফ,, যুগ্ম সম্পাদক সুপার মাও. মো. ইউছুফ, যুগ্ম সম্পাদক সুপার মাও. মো. কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাও. মো. মুঈনুদ্দিন, প্রচার সম্পাদক সুপার মাও. মো. হোসেন, কোষাধ্যক্ষ অধ্যক্ষ মাও. মো. শাহজাহান, সদস্য অধ্যক্ষ মাও. মো. আব্দুল হাই প্রমুখ। সভায় অনুষ্ঠানকে সফল করার জন্য ভোলা জেলার সকল উপজেলা কমিটিকে দায়িত্বপ্রদান করা হয়। সভাশেষে লালমোহন উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি মরহুম মাও. মো. ইয়াছিনের রুহের মাঘফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন