সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

দ্য পোস্ট

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

হলিউড শীর্ষ পাঁচ
১. জুমানজি : ওয়েলকাম টু দ্য জাঙ্গল ২. দ্য পোস্ট ৩. দ্য কমিউটার
৪. প্যাডিংটন টু ৫. দ্য গ্রেটেস্ট শোম্যান
স্টিভেন স্পিলবার্গ পরিচালিত থ্রিলার ড্রামা ফিল্ম ‘দ্য পোস্ট’। বাস্তব ঘটনাবলি অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। ‘দ্য বিএফজি’ (২০১৬), ‘ব্রিজ অফ স্পাইজ’ (২০১৫), ‘লিঙ্কন’ (২০১২), ‘মিউনিখ’ (২০০৫), ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’ (২০০২), ‘মাইনরিটি রিপোর্ট’ (২০০২), ‘এ.আই. : আর্টিফিশাল ইন্টেলিজেন্স’ (২০০১), ‘সেভিং প্রাইভেট রায়ান’ (১৯৯৮), ‘অ্যামিস্টাড’ (১৯৯৭), ‘এম্পায়ার অফ দ্য সান’ (১৯৮৭), ‘দ্য কালার পার্পল’ (১৯৮৫), ‘ইটি দি এক্সট্রা-টেরেস্ট্রিয়াল’ (১৯৮২), ‘রেইডার্স অফ দ্য লস্ট আর্ক’ (১৯৮১), ‘ক্লোস এনকাউন্টার অফ দ্য থার্ড কাইন্ড’ (১৯৭৭) এবং ‘জস’ (১৯৭৫) স্পিলবার্গ পরিচালিত কয়েকটি চলচ্চিত্র।
মার্কিন সামরিক বিশ্লেষক ড্যানিয়েল এলসবার্গ (ম্যাথিউ রিস) ভিয়েতনাম যুদ্ধের নিরর্থকতা নিয়ে মার্কিন সরকারের নির্লিপ্ত আর সন্দেহজনক আচরণ উপলব্ধি করার পর কিছু সংবেদনশীল সরকারী নথি নকল করে প্রকাশ করার সিদ্ধান্ত নেয়, এটিই পরে পেন্টাগন পেপার্স নামে খ্যাতি পায়। ওয়াশিংটন পোস্টের প্রকাশন কে গ্রাহাম (মেরিল স্ট্রিপ) স্বামীর মৃত্যুর পর দৈনিকটি পরিচালনার ধকল তখনও সামলে উঠতে পারেনি। এসময় তার সম্পাদক বেন ব্র্যাডলি (টম হ্যাঙ্কস) জানায় নিউ ইয়র্ক টাইমস সেই গোপন নথির কথা প্রকাশ করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে ফেলেছে। এর মধ্যে পোস্টের প্রতিবেদকরা এলবার্গের হদিস করে সেগুলো প্রকাশের সিদ্ধান্ত নেয়। এদিকে সরকার এর ওপর আইনগত নিষেধাজ্ঞা আরোপ করে। এখন সিদ্ধান্ত নেবার পুরো ভার এসে পড়ে কে’র ওপর নিজেকে আর পত্রিকাকে সে নিরাপদে রাখবে না জনতার জানার অধিকারকে সে অগ্রাধিকার দেবে?
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন