শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

কাজি হাসিবুল আহসানের ১০৭ গানের ১৩ অ্যালবাম

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

রাজধানীর বসুন্ধরা সিটিস্থ দেশী দশের বিবিয়ানাতে কাজি হাসিবুল আহসানের লেখা, সুর এবং গাওয়া ১০৭ গানের ১৩টি অ্যালবামের মোড়ক উšে§াচন করা হয়েছে গত ২০ জানুয়ারি। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীত পরিচালক খায়াম আহমেদ, বাসু ঘোষ এবং আশরাফ বাবু। মোড়ক উšে§াচন অনুষ্ঠানে জানানো হয়, ১৩টি অ্যালবাম কাজি হাসিবুল আহসানের তিন বছরের কষ্টের ফসল। অ্যালবামের গানগুলোর সঙ্গীত পরিচালনা করেছেন দেশ বিদেশের প্রথিতযশা কম্পোজাররা। কাজি হাসিবুল আহসান একাধারে একজন চিত্রশিল্পী, চিত্রপরিচালক এবং উদ্যোক্তা। এরকম একটি উদ্যোগ এর সফল বাস্তবায়ন সম্পর্কে তিনি বলেন, ‘একসঙ্গে ১৩টি অ্যালবাম প্রকাশ হওয়া যে কোন শিল্পীর জন্য অনেক আনন্দের। সম্ভবত একটি রেকর্ডও। আমরা গিনেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি। আশা করি, এই গানগুলো দেশে এবং দেশের বাইরে ছড়িয়ে দিতে আপনারা আমার পাশে থাকবেন।’ অতিথিদের বক্তব্য প্রদান ও ভিডিওচিত্র প্রদর্শনের পর একসঙ্গে ১৩টি অ্যালবামের মোড়ক উšে§াচন করা হয়। উল্লেখ্য, গানগুলো বর্তমানে কাজি হাসিবুল আহসানের ইউটিউব ও সাউন্ডক্লাউডে পাওয়া যাচ্ছে। খুব শিঘ্রই গানগুলো সিডি হিসেবেও প্রকাশ করা হবে। গানের অ্যালবামগুলোর শিরোনাম ‘গায়ক নই-১’ থেকে ‘গায়ক নই-১৩’ পর্যন্ত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন