আশিক বন্ধু: ৩০ জানুয়ারি বরিশালে অনুষ্ঠিত হবে রস উৎসব। নাচ, গান, নাটক প্রদর্শনের মধ্যদিয়ে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে রস উৎসব ও মেলা। অতিথিরা কেক কেটে উৎসবের উদ্ভোধন করবেন। তারপর দিনব্যাপী আয়োজিত হবে লোকসঙ্গীত, নৃত্য, নাটক, চলচ্চিত্র প্রদর্শনী। টিজি ফিল্মস-এর প্রযোজনায় শর্ট ফিল্ম ‘এ নাইট অ্যান্ড লাভ স্টোরি ও জুয়ারী’ নাটকটি প্রদর্শন করা হবে। এতে অভিনয় করেছেন এ আল মামুন ও সাবনিনসহ অনেকে। পরিচালনা করেছেন সাজ্জাদ খান। নাটকটি এরইমধ্যে দেশের বাইরে থেকে পুরস্কার অর্জন করেছে। দর্শকদের অনুরোধ ও গ্রহনযোগ্যতার কারণে আবারো বরিশালে রস উৎসবে নাটকটি সবার জন্য দেখানো হবে। রস উৎসব সম্পর্কে টিজি ফিল্মসসের কর্ণধার এ আল মামুন বলেন, শীতে খেজুরের রস আর পিঠা খাওয়া আনন্দের বিষয়। বাংলার রস যে এখনো জনপ্রিয় তা আমরা মেলার মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবো। রস উৎসবে একটি জমকালো মেলা হবে। দারুণ বিনোদন পাবেন আগত অতিথিরা। কারণ এই ধরনের উৎসব তেমন একটা হয়না এখন। তাই উদ্যোগ নিয়েছি আমরা। আশা রাখছি, এবার সাড়া পেলে প্রতিবছরই রস উৎসবের আয়োজন করবো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন