শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

কলকাতার শুভমিতার সঙ্গে বাংলাদেশের জাহিদ খান

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


বিনোদন রিপোর্ট: ২০১৬ সালে আরেফিন রুমীর কথা, সুর ও সংগীতে গান গেয়ে গানের ভুবনে আত্মপ্রকাশ করেন জাহিদ খান। তাকে সবাই মূলত ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবেই চেনেন। তবে এর বাইরে একজন সৌখিন সংগীতশিল্পী হিসেবেও তার পরিচিতি রয়েছে। শুরুটা অল্প দিনের হলেও মাত্র দেড় বছরের ব্যবধানেই নিজেকে একজন সঙ্গীতশিল্পী হিসেবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন জাহিদ খান। এবার দেশের গÐি পেরিয়ে কলকাতার একটি মিউজিক ভিডিও’র গানে কণ্ঠ দিলেন তিনি। দ্বৈত এই গানটিতে জাহিদ খানের সহশিল্পী কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী শুভমিতা। বাংলাদেশের গীতিকার সুদীপ কুমার দীপের লেখা ‘ছোট ছোট ভুল’ শিরোনামের গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন কলকাতারই আরেকজন খ্যাতিমান সংগীত পরিচালক প্রীতম ব্যানার্জী। গানের কথাগুলো এমন, ‘ছোট ছোট ভুল, রোজ হয় ফুল, মিষ্টি করে তুমি যখন হাসো।’ জাহিদ খান বলেন, গান গাওয়া আমার পেশা নয়, নেশা। কিন্তু সেই নেশাই পরিপূর্ণতা পায় যখন দেখি আমার গানের সহশিল্পী শুভমিতা। এটি অবশ্যই আমার জন্য অসাধারণ একটি অনুভূতি। আর প্রীতম ব্যানার্জী যে আমার গায়কীতে আস্থা রেখেছেন সেজন্য তার নিকট আমি কৃতজ্ঞ। শুভমিতা বলেন, জাহিদ খানের গাওয়া গান শুনেছি। তার গায়কীতে ভিন্নতা আছে। দুই দেশের দুজন শিল্পীর কণ্ঠে দ্বৈত এই গানে নিঃসন্দেহে শ্রোতারা বৈচিত্র্য খুঁজে পাবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Add
ইমরান ২৭ জানুয়ারি, ২০১৮, ২:৫১ এএম says : 0
শুভ কামনা রইলো
Total Reply(0)