সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ব্যর্থতা দিয়ে চলচ্চিত্রের বছর শুরু

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: জানুয়ারি মাসে মুক্তিপ্রাপ্ত কোনো সিনেমাই ব্যবসা সফল হতে পারেনি। বলা যায়, নতুন বছরটি চলচ্চিত্রের জন্য শুভ ছিল না। চলচ্চিত্রের মন্দাবস্থাকে আরও প্রলম্বিত করেছে। এ মাসে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে রয়েছে, পুত্র, পাগল মানুষ, হৈমন্তী, দেমাগ এবং কলকাতার জিও পাগলা ও ইন্সপেক্টর নটি কে। সিনেমাগুলো ঘিরে ছিল না দর্শকের আগ্রহ। এমনকি সিনেমাগুলো যে মুক্তি পেয়েছে, তাও অনেকে জানেন না। ফলে সিনেমা হলগুলো দর্শক খরায় ভুগেছে। সাইফুল ইসলাম মান্নু পরিচালিত সরকারি অনুদানের সিনেমা পুত্র’র মুক্তির মাধ্যমে বছর শুরু হয়। জয়া আহসান ও ফেরদৌস অভিনীত সিনেমাটির ট্রেলার দেখে অনেকে মুগ্ধ হলেও মুক্তির পর তা দর্শকদের আকর্ষণ করতে পারেনি। এজন্য সিনেমাটির দুর্বল নির্মাণ ও গল্পকে দায়ী করা হচ্ছে। দীর্ঘদিন পর শাবনূর অভিনীত সিনেমা পাগল মানুষ মুক্তি পেলেও তা দর্শক টানতে পারেনি। গল্পের মধ্যে সামঞ্জস্য না থাকা, দুর্বল নির্মাণ এর জন্য দায়ী করা হচ্ছে। সিনেমাটি পরিচালনা করেন এম এ মান্নান ও বদিউল আলম খোকন। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নিয়ে ডয়েল রহমান নির্মাণ করেন হৈমন্তী। দুর্বল নির্মাণের কারণে সিনেমাটি দর্শকগ্রহণযোগ্যতা পায়নি। অনেকটা প্রচারণা ছাড়াই মুক্তি পায় এ আর মুকুল নেত্রবাদীর দেমাগ। সিনেমাটি নিয়ে দর্শক একেবারেই আগ্রহ দেখায়নি। এছাড়া ভারতীয় সিনেমা জিও পাগলা এবং ইন্সপেক্টর নটি কে দর্শক টানতে ব্যর্থ হয়েছে। তবে ফেব্রুয়ারি মাসে মন্দা কাটিয়ে উঠার সম্ভাবনা রয়েছে বলে চলচ্চিত্র সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। এ মাসে মুক্তি পাচ্ছে আরিফিন শুভ-তানহা অভিনীত ভালো থেকো, শাকিব-মিম অভিনীত আমি নেতা হব। সিনেমা দুটি দর্শক আকর্ষণ করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন