শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

স্বাধীনতা কাপ হ্যান্ডবল

প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এআরকে গ্রæপের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে স্বাধীনতা কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা। উদ্বোধনী দিন জয় পেয়েছে পুরুষ বিভাগে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং মহিলা বিভাগে বিজেএমসি। গতকাল বিকালে উদ্বোধনী খেলায় পুরুষ বিভাগে পুলিশ ৪৪-৩৯ গোলে হারায় বাংলাদেশ আনসারকে। প্রথমার্ধে বিজয়ীরা ১৯-১৪ গোলে এগিয়ে ছিলো। দুপুরে এই বিভাগের প্রথম ম্যাচে বিজিবি ৪৬-১৮ গোলের জয় পায় কোয়ান্টাম ফাউন্ডেশনের বিপক্ষে। বিজয়ী দল প্রথমার্ধে ৩৪-১১ গোলে এগিয়ে ছিলো। বিকালে মহিলা বিভাগের একমাত্র খেলায় বিজেএমসি ২৬-৯ গোলে হারায় পুলিশকে। প্রথমার্ধে বিজেএমসি ১৬-৫ গোলে এগিয়ে ছিলো। এর আগে শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন এআরকে গ্রæপের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হামিদা বেগম ও সদস্য সচিব মইন উদ্দিন ভুইয়া অপু।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন