স্পোর্টস রিপোর্টার : স্বাধীনতা কাপ হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল আজ। শহীদ (ক্যাপ্টেন) এম মুনসর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দুপুর দেড়টায় পুরুষ বিভাগের ফাইনালে পুলিশ ও বিজিবি এবং বেলা তিনটায় মহিলা বিভাগের ফাইনালে বাংলাদেশ আনসার ও বিজেএমসি মোকাবেলা করবে। এর আগে গতকাল সকালে টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলায় পুরুষ বিভাগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৮ Ñ ২৬ গোলে হারায় আনসারকে। পরের ম্যাচে পুলিশ ৪১-৩৬ গোলে হারায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে। দুপুরে অনুষ্ঠিত ম্যাচে বিজিবি ৪২Ñ৩৫ গোলের জয় পায় পুলিশের বিপক্ষে। সকাল সাড়ে ১০টায় মহিলা বিভাগের খেলায় আনসার ৩০Ñ৮ গোলে হারায় পুলিশকে। বিকালে এই বিভাগের অন্য ম্যাচে বিজেএমসি ১৯Ñ১২ গোলের জয় পায় আসনারের বিপক্ষে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন