সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বাপ্পা মজুমদারের সঙ্গীতায়োজনে হৈমন্তীর অ্যালবাম দেয়াল কাহিনী

| প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: পঞ্চম শ্রেণীতে পড়ার সময়ই সঙ্গীতশিল্পী হৈমন্তী রক্ষিতের প্রথম গানের অ্যালবাম ‘ডাকপিয়ন’ প্রকাশিত হয়। সেই থেকে গানের সাথেই চলছে তার পথচলা। এ পর্যন্ত বাজারে তার ছয়টি একক অ্যালবাম বের হয়েছে। রয়েছে দেশের জনপ্রিয় বেশ কয়েকজন শিল্পীর সাথে ডুয়েট গান। হৈমন্তী আরও একটি একক অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন। নাম ‘দেয়াল কাহিনী’। অ্যালবামে গান রয়েছে মোট ৬টি। সবগুলো গানের সুর এবং সঙ্গীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। গানগুলো লিখেছেন স্বপ্নীল, আপন আহসান এবং রানা। অ্যালবামটি প্রকাশ করছে ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস)। হৈমন্তী বলেন, আমি মনেপ্রাণে একজন সংগীতশিল্পী। গানই আমার আরাধনা, গানই আমার সাধনা। পথ চলতে গিয়ে শুধু সবার দোয়া আর সংগীতাঙ্গনের সবার সহযোগিতা চাই। একজন শুদ্ধ সংগীতশিল্পী হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। অনেক যত্ম এবং সময় নিয়ে এই অ্যালবামটি করেছি। গানগুলো যদি সবার ভালোলাগে সেটাই আমার অনেক শান্তি আর অর্জন। বাপ্পা মজুমদার বলেন, গানের ব্যাপারে হৈমন্তী আমার মতই সবসময় ভীষণ চুজি। তাই এই অ্যালবামটি করার সময় আমরা দু'জনকেই অনেক চিন্তা ভাবনা করতে হয়েছে। ও বরাবরই ভালো গায়। এই অ্যালবামেও তার স্বাক্ষর রেখেছে। আশা করছি, গানগুলো সবার ভালো লাগবে। হৈমন্তীর জন্য অনেক শুভ কামনা। ‘ধ্রুবমিউজিক স্টেশন’ জানায়, গতকাল তাদের ইউটিউব চ্যানেলে ‘দেয়াল কাহিনী’ প্রকাশ পেয়েছে। পাশাপাশি অ্যালবামের সবগুলো গান শুনতে পাওয়া যাবে ডিএমএস'র ওয়েব সাইট, জিপি মিউজিক, রবি ইয়ন্ডার মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন