সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

শুরু হচ্ছে দর্শকদের গল্প নিয়ে প্রাণ ফ্রুটো লাভ এক্সপ্রেস

| প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: আসছে ভালোবাসা দিবস উপলক্ষে প্রাণ ফ্রুটো তৃতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে প্রাণ ফ্রুটো লাভ এক্সপ্রেস। এ আয়োজনে যে কোনো ব্যক্তি তার ভালোবাসার গল্প প্রকাশ করতে পারবেন প্রাণ ফ্রুটোর ভেরিফাইড ফেসবুক পেজে। বাছাই করা গল্প থেকে নির্মাণ করা হবে ১০টি ভালোবাসার শর্টফিল্ম। প্রাণ-আরএফএল গ্রুপের প্রযোজনা প্রতিষ্ঠান পিআর প্রোডাকশন পাঁচ মিনিটের এ শর্টফিল্মগুলো নির্মাণ করবে। এগুলো আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি প্রচার করা হবে আরটিভিতে। এছাড়া প্রাণ ফ্রুটোর ইউটিউব চ্যানেলেও দেখা যাবে। গত বৃহ¯পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্রাণ ফ্রুটোর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। শর্টফিল্মগুলো নির্মাণ করবেন নির্মাতা শিহাব শাহীন ও আশফাক নিপুন। প্রাণ বেভারেজ লিমিটেডের নির্বাহী পরিচালক আনিসুর রহমান বলেন, প্রতিটি মানুষের মধ্যে ভালোবাসার অনেক গল্প লুকানো থাকে। সেটি হতে পারে বাবা-মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, ভাই-বোনের ভালোবাসা, প্রেমিক-প্রেমিকার ভালোবাসা। আবার এসব গল্পের সঙ্গে জড়িয়ে থাকে যত্ম, বিশ্বাস ও নানা ধরনের ত্যাগ। আড়ালে থাকা ভালোবাসার এসব গল্প সবার সামনে তুলে ধরতেই আমাদের এ প্রয়াস। আগ্রহীরা আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত গল্প পাঠাতে পারবেন। সেখান থেকে সেরা গল্প নির্বাচন করবেন এসব শর্টফিল্ম এর জন্য নির্ধারিত নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান। আগামী ৬ ফেব্রুয়ারি বিজয়ীদের নাম ঘোষণা করা হবে প্রাণ ফ্রুটোর ভেরিফাইড ফেসবুক পেজে। বিজয়ীদের জন্য রয়েছে প্রাণ ফ্রুটোর পক্ষ থেকে বিশেষ সম্মাননা অনুষ্ঠান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান, প্রাণ ফ্রুটোর প্রধান বিপণন কর্মকর্তা আতিকুর রহমান ও ব্র্যান্ড ম্যানেজার আশফাকুর রহমান, প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব মিডিয়া সুজন মাহমুদ, পিআর প্রোডাকশনের প্রধান মাসুদুর রহমানসহ প্রাণ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন