পারকিন্সন’স রোগ ডায়াগনস হবার পর গ্র্যামি জয়ী গায়ক-গীতিকার নিল ডায়মন্ড কনসার্ট ট্যুর থেকে অবসরর ঘোষণা দিয়েছেন।
সঙ্গীত জীবনের ৫০তম বর্ষপূর্তি ট্যুরের তৃতীয় পর্যায়ে আগামী মার্চ মাসে তার অস্ট্রেলিয়া আর নিউ জিল্যান্ড সফরের কথা ছিল। তার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে শেষ পর্যন্ত তা বাতিল করা হয়েছে।
এক ভাষ্যে ডায়মন্ড জানিয়েছেন দীর্ঘদিন ধরে তিনি গান লেখা, রেকর্ডিং আর অন্যান্য প্রজেক্টে সক্রিয় থাকার পরিকল্পনা করছেন। গত বুধবার তিনি ৭৭ বছরে পা দিয়েছেন। আর কয়েকদিন পরই রেকর্ডিং অ্যাকাডেমি তাকে আজীবন অবদানের জন্য বিশেষ সম্মাননা দেবে।
“ভীষণ অনিচ্ছা সত্তে¡ও আর হতাশা নিয়ে আমি কনসার্ট ট্যুরিং থেকে অবসর নেবার ঘোষণা দিচ্ছি,” ডায়মন্ড বলেন।
“গত ৫০ বছর ধরে জনতার সামনে আমার অনুষ্ঠানগুলো উপস্থাপন করে অনেক সম্মান অর্জন করেছি। তাদের প্রতি দুঃখ প্রকাশ করছি যারা আমার আসন্ন অনুষ্ঠানের টিকিট কিনেছিলেন উপভোগ করার জন্য,” তিনি আরও বলেন।
নিল ডায়মন্ডের অনেক গানের মধ্যে জনপ্রিয় কয়েকটি- ‘ক্র্যাকলিন’ রোজি’, ‘ফরেভার ইন বøু জিন্স’, ‘সুই ক্যারোলিন’ এবং ‘সংস অফ লাইফ’।
তিনি ‘দ্য জ্যায সিঙার’ (১৯৮০) এবং আরও কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন