সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

চোখ যে মনের কথা বলে গানের রচয়িতা কাজী আজিজ আহমেদ আর নেই

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: কালজয়ী বাংলা গানের মধ্যে অন্যতম ‘চোখ যে মনের কথা বলে’ গানটি। ১৯৬৮ সালে এটি রচনা করেছিলেন কাজী আজিজ আহমেদ। ১৯৭০ সালে যে আগুনে পুড়ি সিনেমায় গানটি সংযোজিত হয়েছিল। খন্দকার নুরুল আলমের সুর ও কণ্ঠে গানটিতে ঠোঁট মিলিয়েছিলেন নায়করাজ রাজ্জাক। এ গানের রচয়িতা কাজী আজিজ আহমেদ গতকাল সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বার্ধক্যজনিত রোগে তিনি মুত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে রাজধানীর গেন্ডারিয়ায় বসবাস করতেন এই চলচ্চিত্র ব্যক্তিত্ব। কিছুদিন আগে বড় মেয়েকে দেখতে শেরপুরে তার বাড়িতে বেড়াতে যান। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। তার মরদেহ ঢাকায় এনে জানাজা শেষে জুরাইনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ১৯৩৯ সালে জন্ম গ্রহণ করেছিলেন চিত্রনাট্যকার, কাহিনীকার, সংলাপ রচয়িতা এবং চিত্রপরিচালক কাজী আজিজ আহমেদ। গান লেখার পাশাপাশি অসংখ্য জনপ্রিয় সিনেমার চিত্রনাট্যও লিখেছেন তিনি। সিনেমা পরিচালনাও করেছিলেন। ১৯৬২ সালে দুই দিগন্ত সিনমায় পরিচালক ওবায়দুল হকের সহকারী হিসাবে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু হয় তার। উলঝান, যে আগুনে পুড়ি, ক খ গ ঘ ঙ, এরাও মানুষ, ওরা ১১ জন, সংগ্রাম, গুনাই বিবি, অনন্ত প্রেম, বাজিমাত-এর মতো দর্শকপ্রিয় সিনেমার কাহিনী ও চিত্রনাট্য লিখে নন্দিত হয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন