শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নতুন বিজ্ঞাপনে চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ১২:০৯ এএম, ৩১ জানুয়ারি, ২০১৮

অভি মঈনুদ্দীন: নতুন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন গুনী বিজ্ঞাপন নির্মাতা রানা মাসুদ। একটি হেয়ার কালারের বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। গত ২৮ জানুয়ারি বিএফডিসিতে বিজ্ঞাপনটির শূটিং সম্পন্ন হয়েছে। চঞ্চল চৌধুরী বলেন, ‘নতুন বছরের প্রথম বিজ্ঞাপন এটি। চমৎকার গল্প নির্ভর একটি বিজ্ঞাপন। রানা মাসুদের সঙ্গে এটি আমার প্রথম কাজ। বেশ যত্ম নিয়ে তিনি বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন। বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট করে কাজটি করেছি। আশা করা যায়, দর্শকের কাছে এটি ভালো লাগবে। বিজ্ঞাপনটিতে ফিল্মিক একটি ব্যাপার আছে। আমি কাজটি করে তৃপ্ত।’ নির্মাতা রানা মাসুদ জানান, শিঘ্রই বিজ্ঞাপনটি দেশের বিভিন্ন চ্যানেলে প্রচারে আসবে। এদিকে চঞ্চল চৌধুরী এরইমধ্যে গোলাম সোহরাব দোদুলের প্রথম চলচ্চিত্রতে কাজ করতে যাচ্ছেন। নাম ঠিক না হওয়া চলচ্চিত্রটির শূটিং শুরু হবে আগামী মার্চ মাসে। এতে তার বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো চুড়ান্ত হয়নি বলে জানিয়েছেন চঞ্চল চৌধুরী। তার অভিনীত প্রচার চলতি ধারাবাহিকগুলো হচ্ছে ‘মজনু একজন পাগল নহে’, ‘বিদেশী পাড়া’, ‘ডুগডুগি’ ও ‘ডাক্তার পাড়া’। নতুন দুই ধারাবাহিক সকাল আহমেদ’র ‘ভদ্রপাড়া’ ও সাগর জাহানের ‘ডি টুয়েন্টি’ ফেব্রুয়ারি মাসে দুটি চ্যানেলে প্রচারে আসবে। চঞ্চল চৌধুরী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’। মুক্তির অপেক্ষায় আছে অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন