সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ফেরদৌসী প্রিয়ভাষিণী’র চিকিৎসা সহায়তায় কঞ্জুস-এর বিশেষ প্রদর্শনী

| প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: জটিল রোগে আক্রান্ত মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী’র দ্রুত আরোগ্য লাভ ও দীর্ঘমেয়াদী চিকিৎসা সহায়তায় দেশের অন্যতম প্রধান নাট্য সংগঠন লোক নাট্যদল তার জনপ্রিয় প্রযোজনা এবং সর্বাধিক মঞ্চায়িত নাটক ‘কঞ্জুস'-এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে। আগামী ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে নাটকটি মঞ্চায়িত হবে। ফরাসী নাট্যকার মলিয়েরের বিখ্যাত কমেডি ‘দি মাইজার’ অবলম্বনে 'কঞ্জুস' নাটকটির রূপান্তর করেছেন তারিক আনাম খান এবং নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী। ফেরদৌসী প্রিয়ভাষিণী দেশের বিভিন্ন সামাজিক আন্দোলন ও গণমানুৃষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর অসুস্থতায় দ্রুত আরোগ্যলাভে সহায়তার উদ্দেশ্যে সুলতানা কামাল, সাঈদা কামাল, এ্যারোমা দত্ত, মেঘনা গুহ ঠাকুরতা, খুশি কবীর, শারমীন মুরশিদ, ম. হামিদ, অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী, আফরোজা পারভীন, মাহমুদা বেগমসহ দেশের বিশিষ্টজনদের গৃহিত উদ্যোগের সঙ্গে সংহতি প্রকাশ করে লোক নাট্যদল (বনানী) এ বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে। এ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হতে পেরে লোক নাট্যদল (বনানী) গর্বিত এবং সকল নাট্যদর্শক, নাট্যকর্মী, শিল্পী- শুভানুধ্যায়ী সহ সকলকে তাঁর চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার জন্য আকূল আবেদন জানাচ্ছে। উল্লেখ্য, ইতোপূর্বেও লোক নাট্যদল (বনানী) বিভিন্ন সময়ে দেশের বিশিষ্ট ব্যক্তিত¦ ও নাট্যজন-এর চিকিৎসা এবং দেশের প্রাকৃতিক দুর্যোগ কবলিত মানুষের সহায়তায় নাটক মঞ্চায়নের মাধ্যমে মানবিক সহায়তায় সম্পৃক্ত থেকেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন