সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বোচাগঞ্জে এসএসসি পরীক্ষা দিতে এসে মা হলেন শীলা আক্তার

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৮, ৭:০৩ পিএম

আজ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা দিতে এসে মা হলেন উপজেলার চেংগন গ্রামের নজিমউদ্দীনের কন্যা জেবি স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শীলা আক্তার।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে বি সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন সময়ে প্রসব বেদনা উঠলে তাকে দ্রুত বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে স্বাভাবিক ভাবেই একটি পুত্র সন্তানের জন্ম দেয় শীলা আক্তার।

তার সাথে এক বছর আগে কাহারোল উপজেলার উচিৎপুর গ্রামের মো: মামুন এর সাথে বিয়ে হয়। গর্ভবতী অবস্থায় গতকাল ১ ফেব্রুয়ারি বোচাগঞ্জ কেন্দ্রে-বি সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন মাঝামাঝি সময়ে প্রসব বর্তমানে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিভাগের ৭ নম্বর বেডে মা ও ছেলে দুইজনই সুস্থ আছেন বলে চিকিৎসক ডা. নাজমুল ইসলাম জানান কেন্দ্র সচিব মো: আমিনুল ইসলাম জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন