শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

আফরিনে এখন পর্যন্ত ৮শ’ সন্ত্রাসী নিহত : এরদোগান

প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ১২:৫২ পিএম, ৩ ফেব্রুয়ারি, ২০১৮

ইনকিলাব ডেস্ক : তুর্কি সেনাবাহিনীর অলিভ ব্রাঞ্চ অভিযানে সিরিয়ার উত্তর-পশ্চিম অঞ্চল আফরিনে এখন পর্যন্ত ৮০০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট কমপ্লেক্সে এ দিন টার্কিশ ইয়ুথ ফাউন্ডেশনের এক জমায়েতে এরদোগান বলেন, সন্ধ্যার মধ্যে এ সংখ্যা আরও বাড়তে পারে। এ ব্যাপারে তুরস্কের সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসীদের হাত থেকে সিরিয়ান নাগরিকদের রক্ষাই এ অভিযানের লক্ষ্য। বেসামরিক নাগরিকদের প্রতি বিশেষভাবে নজর দিয়ে শুধুমাত্র সন্ত্রাসীদের ধ্বংস করা হচ্ছে বলে জানায় তারা। এছাড়া তাদের দাবি, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশন ও আন্তর্জাতিক আইন মেনেই এ অভিযান চালানো হচ্ছে। এর আগে, ২০ জানুয়ারি থেকে আফরিনকে কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠন পিওয়াইডি ও পিকেকে মুক্ত করতে ফ্রি সিরিয়ান আর্মি সহযোগে তুরস্কের সেনাবাহিনী এ অভিযান শুরু করে। আনাদোলু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
জাফর ৩ ফেব্রুয়ারি, ২০১৮, ২:৪৭ এএম says : 0
দ্রুত এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা হোক
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন