বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভাস্থল লা মেরিডিয়ান হোটেলের সামনে থেকে দলের কয়েকজন নেতাকর্মীকে আটকের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (০৩ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে হোটেলের সামনে থেকে কয়েকজনকে গোয়েন্দা পুলিশ আটক করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
তারা জানান, দলের চেয়ারপার্সন খালেদা জিয়া সভাস্থলে পৌঁছানোর কিছু সময় পর বেলা সোয়া ১১টার দিকে একটি সাদা মাইক্রোবাসে চার বিএনপি কর্মীকে তুলে নিতে দেখা গেছে।
তবে এ বিষয়ে প্রাথমিক সংশ্লিষ্ট কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি। জানা যায়নি আটক হওয়াদের পরিচয়।
এদিকে নির্বাহী কমিটির সভা ঘিরে দলের নেতাকর্মীরা সকাল থেকে হোটেলের সামনে অবস্থান করলেও কয়েকজনকে আটকের ঘটনার খবরে অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে বাইরে অবস্থান করা নেতাকর্মীরা স্থান ত্যাগ করলে পুরো এলাকা ফাঁকা হয়ে যায়।
এর আগে বেলা ১১টা ৫ মিনিটে হোটেলের বলরুমে প্রবেশ করে সভাপতির আসন গ্রহণ করেন চেয়ারপার্সন খালেদা জিয়া। এরপর দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় সভা শুরু হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন