চট্টগ্রাম ব্যুরো : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, মাঠ দখলে রাখতে হবে। চক্রান্তকারীদের বিশৃঙ্খলা ঠেকাতে নেতাকর্মীদের মাঠে থাকতে হবে। বিএনপির নেতাকর্মীরা যাতে ৮ ফেব্রুয়ারি মাঠে নামতে না পারে এরজন্য প্রতিটি উপজেলার গ্রামেগঞ্জে ১৪ দলের নেতাকর্মীরা মাঠে থাকবে। বিএনপির নেতাকর্মীরা মাঠে আসতে চাইলে তাদের ঘরে ঢুকিয়ে দিতেই হবে। তিনি গতকাল (শনিবার) বিকেলে নগরীর লালদীঘি ময়দানে ১৪ দলের উদ্যোগে সাবেক সিটি মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী নাসিম আরও বলেন, এবার লড়াই হবে শেষ লড়াই। তাদের (বিএনপির নেতাকর্মীদের) ঘরে ঢুকিয়ে দিতেই হবে। সামনে নির্বাচন। এ নয় মাস গুরুত্বপূর্ণ সময়। উল্লাস করার সময় নেই। সামনে নির্বাচন অস্তিত্ব রক্ষার লড়াই। এ নির্বাচন হলো আলোকিত বাংলাদেশ ও জঙ্গিমুক্ত বাংলাদেশ থাকবে কিনা? মহিউদ্দিন চৌধুরীকে যারা ভালোবাসেন, আওয়ামী লীগকে যারা ভালোবাসেন তারা ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে কাজ করবেন। শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনবেন।
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, চট্টগ্রাম সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি এমপি, জাসদের নাজমুল হক প্রধান এমপি, জাতীয় সমাজতান্ত্রিক দলের সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, গণ আজাদী লীগের সভাপতি এডভোকেট এসকে শিকদার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, ন্যাপের ইসমাইল হোসেন।
সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক শাহজাদা মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
১৪ দল আয়োজিত শোকসভায় বক্তাগণ চট্টলবীর মহিউদ্দিন চৌধুরীর চট্টগ্রামের উন্নয়নে অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করে বলেন, তিনি চট্টগ্রামবাসীর হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন