আশিক বন্ধু: চলচ্চিত্র পরিচালক সমিতির বার্ষিক বনভোজন গত শুক্রবার গাজীপুরের বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে অনুষ্ঠিত হয়েছে। এতে চলচ্চিত্রের পরিচালক ছাড়াও শিল্পী ও কলাকুশলীরা অংশগ্রহণ করেন। বনভোজনে সবাই শুভেচ্ছা বিনিময়, ফটোসেশন, আড্ডা, সেলফি, গান ও গল্পে মেতে ওঠেন। পুরনো দিনের স্মৃতিচার করেন। অনেকের সাথে দীর্ঘদিন পর দেখা হতেই নস্টালজিক হয়ে পড়েন। বনভোজনে একে একে অনেক তারকা আসেন। তারমধ্যে উল্লেখ্যযোগ্য, ফারুক, সোহেল রানা, সুজাতা, ছটকু আহমেদ, ডিপজল, আলীরাজ, শাহ আলম কিরণ, আমিন খান, সুরুজ বাঙ্গালী, আজিজ রেজা, ইফতেখার চেীধুরী, কায়সার আহমেদ, শাহ আলম মন্ডল, শামীমুল ইসলাম শামীম, নজরুল ইসলাম বাবু, সহ অনেকে। একসাথে কাজ করা, পথচলার খোশ-গল্পে মেতে উঠেন তারা। খেলাধুলার মধ্যে ছিল হাড়ি ভাঙ্গা, বালিশ খেলাসহ নানা আয়োজন। দুপুর ২টায় খাবার শুরু হয়। তারপর পরপরই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। কথা ও নানা গল্পে পুরো অনুষ্ঠান জমিয়ে রাখেন পরিচালক মমতাজুর রহমান আকবর। স্টেজে আসেন মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, শাহিন সুমন, শাহিন কবির টুটুল, অপূর্ব রানা, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তারা শুভেচ্ছা বক্তব্য ও স্মৃতিচারনা করেন। পরিচালক সমিতির সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন বলেন, ‘আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। সবার সম্মিলিত সহযোগিতায় আমরা চমৎকারভাবে বনভোজন আয়োজন করতে পেরেছি। পরিচালক শাহিন সুমন বলেন, ‘আমি বুকের ভেতর থেকে সবাইকে ভালবাসি, তার প্রতিদানে আপনারা সবাই আমাদের পাশে থেকে সবসময় ভালবাসা দিয়েছেন, এটাই আমার বড় পাওয়া। আজ বনভোজনে সবাইকে সাথে পেয়ে খুবই আনন্দিত। সবাই আমাদের জন্য দোয়া করবেন। শাহরিয়ার রাফাতের গান দিয়ে শুরু হয় গানের অনুষ্ঠান। তারপর আসিফ আকবরের কন্ঠে বেশ বেশ সাবাশ বাংলাদেশ গানে পুরো বনভোজন হৈ- হুল্লোড়ে জমে উঠে। তারপর ও প্রিয়া তুমি কোথায়, সহ ফুঁ গানটি গেয়ে আসর জমিয়ে তোলেন তিনি। ভক্তরা শিল্পীর সাথে নেচে গেয়ে আনন্দ করেন। নায়ক সাইমন সাদিকও গান গেয়ে আগতদের চমকে দেন। অভিনয়ের পাশাপাশি তার গান গাওয়ার প্রতিভায় সবাই মুগ্ধ হন। মাসুম বাবুলের কোরিওগ্রাফিতে গানের সাথে নাচ পরিবেশন করেন, সাইমন, ইমন, নিরব, মৌমিতা মৌ, জয় চৌধুরী, জলি, রুমানা নীড়সহ অনেকে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শুরু হয় র্যাফেল ড্র ও লটারির পুরস্কার। এ সময় স্টেজে ছিলেন চিত্রনায়িকা শাবনূর, পপি, নাসরিনসহ অনেকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন