বিনোদন ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি-র) ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী-২০১৮ উপলক্ষ্যে গত ৩ ফেব্রæয়ারী রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে টেলিভিশন ও চলচ্চিত্র তারকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক জাঁকজমকপূর্ণ মিলন মেলার আয়োজন করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের আইজিপি জাবেদ পাটোয়ারী, স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাংলাদেশ পুলিশ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দসহ মন্ত্রী পরিষদ সদস্য, সচিব, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিশিষ্ট ব্যাক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা। বর্ণিল শোভাযাত্রা ও দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনে সাংস্কৃতিক ব্যাক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন, চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক), ইলিয়াস কাঞ্চন, ডিপজল, অমিত হাসান, ওমর সানী, বাপ্পারাজ, ফেরদৌস, স¤্রাট, জায়েদ খান, বাপ্পী চৌধুরী, ডি এ তায়েব চিত্রনায়িকা অঞ্জনা, নূতন, খালেদা আক্তার কল্পনা, সুজাতা আজিম, মৌসুমী, পূর্ণিমা, পপি, অপু বিশ্বাস, মিশা সওদাগর, আহমেদ শরীফ, এটিএম শামসুজ্জামান, মামুনুর রশিদ, আব্দুল আজিজ, আব্দুল কাদের, তৌকীর আহমেদ, আজিজুল হাকিম, মাহফুজ আহমেদ, আফজাল শরীফ, রহমত রপু, মেহজাবিন, হুমায়রা হিমু, মোহন খান, মনির সিদ্দিক, জি এম সৈকত, ফকির আলগির, সুবীর নন্দি, আইয়ুব বাচ্চু, এস ডি রুবেল, মৌটুসি, মাহবুবা শাহরীনসহ আরো অনেকে। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রাতে আতশবাজী ও লেজার-শোর মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি-র) ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী-২০১৮ উদযাপিত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন