ইনকিলাব ডেস্ক : উপমহাদেশের দুই প্রতিবেশী দেশের মধ্যে শত্রæতার একমাত্র কারণ হলো কাশ্মির। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী খাজা আসিফ গত সোমবার কাশ্মির সংহতি দিবসে এ কথা বলেন। সিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ বলেন যে, সারা দুনিয়া কাশ্মিরিদের সংগ্রামকে স্বাধীনতা আন্দোলন হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু ভারত তার একগুঁয়েমি বজায় রেখেছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আট লাখ ভারতীয় সৈন্য কাশ্মিরিদের সংগ্রামকে দমন করার চেষ্টা করছে। কিন্তু সব ধরনের নির্যাতন চালিয়েও তারা ব্যর্থ হয়েছে। ভারতের প্রজাতন্ত্র দিবসে কাশ্মিরিরা পাকিস্তানের পতাকা স্যালুট করে। তাদেরকে পাকিস্তানের পতাকা দিয়ে মুড়িয়ে কবর দেয়া হচ্ছে। আসিফ বলেন, আমরা কাশ্মিরি জনগণকে কখনো একা ছেড়ে দেবো না। নয়া দিল্লি’র সন্ত্রাসী শাসকরা সমঝোতা এক্সপ্রেস পুড়িয়েছে, গুজরাটে মুসলমানদের হত্যা করেছে বলেও উল্লেখ করেন পাক পররাষ্ট্রমন্ত্রী। তিনি অভিযোগ করেন যে কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা ও আফগান সীমান্তে ভারত সন্ত্রাসের উস্কানি দিচ্ছে। আসিফ বলেন, ভারত সন্ত্রাসবাদ ছড়িয়ে পাকিস্তানকে এর পেছনে ব্যস্ত রেখে কাশ্মির থেকে দূরে সরাতে চায়। তিনি বলেন যে সারা দেশে সন্ত্রাসবিরোধী যুদ্ধ চলছে। দুদিন আগেও সোয়াতে সেনা সদস্যরা শাহাদাত বরণ করেছে। কাশ্মিরিদের সমর্থনে কথা না বলার জন্য মুসলিম দেশগুলোর সমালোচনা করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। ডন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন