ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযানে চালিয়ে বিএনপির নেতাকর্মীসহ ৫৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া নেতাদের মধ্যে রয়েছেন সদর উপজেলার সাদেকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, কসবা খারেরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।
এছাড়া গ্রেপ্তারকৃত বাকিদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন