আগামী ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির আশংকায় টাঙ্গাইলের ঘাটাইলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। চলছে নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি অভিযান। উক্ত অভিযানের অংশ হিসাবে আজ বুধবার দুপুরে ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ঘাটাইল সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ কে এম রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে ঘাটাইল থানার পুলিশ। উপজেলার সদরের নিজ বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মোঃ মোশারফ হোসেন। এর ফলে দলীয় নেতাকর্মীদের মধ্যে গ্রেপ্তার আতংক বিরাজ করছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন