স্লোগান একটি জাতির বা দলের আন্দোলনকে বেগবান করে। ইতিহাসে এর অনেক নজির রয়েছে। আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলনে অনেক স্লোগান মানুষের মুখে মুখে উচ্চারিত হয়েছে। ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ এ স্লোগান তখনকার সময়ে এদেশের মানুষকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে প্রেরণা যুগিয়েছে। স্বাধীনতা যুদ্ধের সময় ‘জয়বাংলা’ কিংবা ‘তোমার আমার ঠিকানা/পদ্মা মেঘনা যমুনা’ এধরনের স্লোগান বুকে ধারণ করে মুক্তিযোদ্ধারা অসীম সাহসে যুদ্ধ করেছেন। সারাদেশের মানুষ এ সব স্লোগান উচ্চারণ করে মুক্তি যুদ্ধে যেতে উজ্জীবিত হয়েছেন। ঠিক এমনি ভাবে নব্বইয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় ‘ স্বৈরাচার নিপাত যাক/গণতন্ত্র মুক্তি পাক’ এ স্লোগান বুকে পিঠে লিখে বুলেটের সামনে বুক পেতে দিয়ে অমর হয়েছে নূর হোসেন। এবার বিএনপির নেতাকর্মীরাও হৃদয়ে ধারণ করেছেন এক উজ্জীবনী স্লোগান। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার রায়কে সামনে নিয়ে ‘ আমার নেত্রী আমার মা/বন্দি হতে দেব না’ এই স্লোগান’ এখন বিএনপির প্রতিটি নেতাকর্মীর মুখে উচ্চারিত হচ্ছে। এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, আমাদের নেত্রী আমাদের মা। তাকে মিথ্যা বানোয়াট মামলায় সাজা দেয়া হলে তা কেউ মেনে নেবে না। তাইতো নেতাকর্মী ‘ আমার নেত্রী আমার মা/ বন্দি হতে দেব না এই স্লোগানকে প্রাণে ধারণ করেছে। এটা এখন আমাদের সবার প্রেরণা-শক্তি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন