পাঁচ) মুনযের ইবনে ছাদির নামে-
যারা আমার দূতদের সাথে ভালো ব্যবহার করবে, তারা আমার সাথে ভালো ব্যবহার করেছে বলে মনে করা হবে। আমার দূতরা আপনার প্রশংসা করেছেন। আপনার জাতি সম্পর্কে আপনার সুপারিশ আমি গ্রহণ করেছি। কাজেই মুসলমান যে অবস্থায় ঈমান আনে, তাদের সেই অবস্থায় ছেড়ে দিন। আমি দোষীদের ক্ষমা করে দিয়েছি, আপনিও ওদের ক্ষমা করুন। আপনি যতদিন সঠিক পথ অনুসরণ করবেন, ততোদিন আপনাকে আমি বরখাস্ত করবো না। যারা ইহুদী র্ধম-বিশ্বাসের ওপর রয়েছে এবং যারা অগ্নি উপাসনা করছে, তাদেরকে জিযিয়া দিতে হবে।
ছয়) ইয়ামামার শাসনকর্তার নামেÑ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়ামামার শাসনকর্তা হাওজা ইবনে আলীর কাছে নি¤েœাক্ত চিঠি প্রেরণ করেন। পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন