শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

খুলনা বিএনপির সহ-সভাপতি মোর্তুজাসহ আটক ৪

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১:২২ পিএম

খুলনা মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্তুজাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
আটককৃত অন্যান্যরা হলেন- মহানগর বিএনপির সহ দফতর সম্পাদক সামছুজ্জামান চঞ্চল, জাসাসের কেন্দ্রীয় সহ-সভাপতি মেহেদী হাসান দীপু ও যুবদল নেতা সালাউদ্দিন।
বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটে মহানগরীর কেডিঘোষ রোডের মহানগর বিএনপি অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।
মহানগর বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হক শাওন এসব তথ্য জানান।
তিনি বলেন, সাহারুজ্জামান মোর্তুজাসহ আটককৃতরা দলীয় কার্যালয়ে প্রবেশ করতে গেলে পুলিশ বাঁধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের বাক-বিতণ্ডার হয়। পরে পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আটককৃতদের সদর থানায় রাখা হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মাহিম ৮ ফেব্রুয়ারি, ২০১৮, ২:৩৩ পিএম says : 0
হরতালের চেয়েও ভয়াবহ বাংলাদেশ
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন