খুলনা মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্তুজাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
আটককৃত অন্যান্যরা হলেন- মহানগর বিএনপির সহ দফতর সম্পাদক সামছুজ্জামান চঞ্চল, জাসাসের কেন্দ্রীয় সহ-সভাপতি মেহেদী হাসান দীপু ও যুবদল নেতা সালাউদ্দিন।
বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটে মহানগরীর কেডিঘোষ রোডের মহানগর বিএনপি অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।
মহানগর বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হক শাওন এসব তথ্য জানান।
তিনি বলেন, সাহারুজ্জামান মোর্তুজাসহ আটককৃতরা দলীয় কার্যালয়ে প্রবেশ করতে গেলে পুলিশ বাঁধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের বাক-বিতণ্ডার হয়। পরে পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আটককৃতদের সদর থানায় রাখা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন