শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

পীরগঞ্জে ভুয়া ডিবি পরিচয়ে আটক ৪ জনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতা

রংপুরের পীরগঞ্জে ৪ ভুয়া ডিবি সদস্যকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গত রোববার সন্ধ্যায় এদের জিজ্ঞাসাবাদের জন্য পীরগঞ্জ থানায় নিয়ে আসা হয়। উল্লে­খ্য, বড়আলমপুর ইউনিয়নের পাটউজির গ্রামের পাটব্যবসায়ী আলহাজ দুলা মিয়ার পুত্র হাফিজার রহমান গত ১৮ সেপ্টেম্বর ইসলামী ব্যাংক পীরগঞ্জ শাখা থেকে ১১ লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথে উপজেলা সদরের সিকি কি.মি. দূরে চৌরাহাট নামক স্থানে ৫ যুবক মাইক্রোবাসযোগে তার পথরোধ করে। নিজেদের ডিবি সদস্য পরিচয় দিয়ে উক্ত ব্যবসায়ীকে মারপিট ও টানাহেঁচড়া করে মাইক্রোবাসে তুলে নেয়। এ দৃশ্য প্রত্যক্ষ করে এলাকাবাসী তাদের পিছু নিলে দ্রুতগতিতে পালানোর সময় এরা মিঠাপুকুরের সাল্টি গোপালপুর নামকস্থানে এলাকাবাসীর হাতে আটক হয়। রাতেই আটক ৫ যুবককে পীরগঞ্জ থানায় নিয়ে আসা হলে গভীর রাতে বরিশাল জেলার কোতোয়ালীর ডেফুলিয়া গ্রামের আব্দুস সাত্তারের পুত্র হুমায়ন কবির (২৭) বন্দুক যুদ্ধে প্রাণ হারায়। পাট ব্যবসায়ী হাফিজারের বাবা বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ মাদারীপুর জেলার সদর উপজেলার শিষখাড়া গ্রামের ইসকান হাওলাদারের পুত্র ইউসুফ হাওলাদার (৩৫), ভোলা জেলার বাংলাবাজার উপজেলা সদরের মৃত শফিকের পুত্র সাব্বির (২০), চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলার উত্তর ফতেপুর গ্রামের মৃত নেওয়াজ আলীর পুত্র মোহন আলী (৩৩) ও সিরাজগঞ্জ জেলার উল্ল­­াপাড়া উপজেলার শলব গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের পুত্র জাহাঙ্গীর আলম (২৫)-কে কোর্টে সোপর্দ করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ধৃতদের জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজোতে প্রেরণের নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত এদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন