শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

আন্তর্জাতিক গণমাধ্যমকে ব্রিফিংয়ে বিএনপি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৮, ৬:১৮ পিএম

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাগারে পাঠানোর বিষয়ে বাংলাদেশে কর্মরত আন্তর্জাতিক গণমাধ্যমের কর্মীদের ব্রিফ করছে বিএনপি

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টার পর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই ব্রিফিং শুরু হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে পাঠানোসহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ব্রিফিংয়ে তুলে ধরা হবে।’

ব্রিফিংয়ে অংশ নিচ্ছেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র সিনিয়র রিপোর্টার কাদির কল্লোল, ফরাসি বার্তা সংস্থা এএফপি’র ব্যুরো চিফ শফিকুল আলম, মার্কিন বার্তা সংস্থা এপি’র ব্যুরো প্রধান জুলহাস আলম, জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলের ব্যুরো চিফ হারুন উর রশীদ ও ভারতীয় গণমাধ্যম জি মিডিয়ার ব্যুরো চিফ রাজীব খানসহ অন্যরা।

ব্রিফিংয়ে উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশাদ জমির প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন