স্টাফ রিপোর্টার : বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) লিয়াকত আলী লাকির চুক্তিভিত্তিক নিয়োগ আরো দু’বছর বৃদ্ধি করেছে সরকার। গত রোববার এ সংক্রান্ত একটি আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ১০ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে এ মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে নাট্যব্যক্তিত্ব লাকির চুক্তির মেয়াদ তৃতীয় দফা বৃদ্ধি করা হলো। ২০১১ সালের ৭ এপ্রিল প্রথমবার শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে তিনি চুক্তিভিত্তিক নিয়োগ পান। এরপর ২০১৩ সালের ১৮ ফেব্রæয়ারির পর সর্বশেষ ২০১৪ সালের ২৬ ফেব্রæয়ারি তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন