রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

টুপাকের সঙ্গে নিজেকে তুলনা করলেন ডনাল্ড গ্লাভার

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

গ্র্যামি বিজয়ী র‌্যাপার ডনাল্ড গøাভার নিজেকে পরলোকগত র‌্যাপ কিংবদন্তী টুপাক শাকুরের সঙ্গে তুলনা করেছেন। টুপাক ১৯৯৬ সালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
“আমি জানি প্রত্যেকে নিজেকে টুপাকের সঙ্গে তুলনা করতে পছন্দ করে। এক অদ্ভুত পন্থায় আমি নতুন একজন টুপাক। আমি একই ভাবে বড় হয়েছি। আমার মা বø্যাক প্যান্থারের সদস্য ছিলেন না, তবে আমার বাবা-মা দুজনই কৃষ্ণাঙ্গপন্থি ছিলেন,” গøাভার এস্কোয়ার সাময়িকীকে এক সাক্ষাতকারে বলেন। তিনি বলেন, “আমার মাও আমাকে পারফর্মিং আর্টস হাই স্কুলে পাঠিয়েছিলেন। তিনি বলতেন, ‘এখানেই তোমার থাক দরকার’।”
তিনি আরও জানান তার অভিনয় ক্যারিয়ারের কারণেই মানুষ জেনেছে তিনি আসলে আসলে কেমন মানুষ।
“কখনও কখনও এমন ভূমিকায় অভিনয় করতে হয়েছে যাতে মানুষ আমাকে বুঝতে পারে, যদিও বাস্তবে মানুষের জীবন তার চেয়েও অনেক জটিল হতে পারে। মানুষ যাতে সহজে বুঝতে পারে সে জন্য কখনো কখনও চরিত্রকে সরল করা ভীষণ কঠিন হয়ে পড়ে,” তিনি বলেন। প্রধানত টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ডনাল্ড গান গেয়ে থাকেন। তার চলচ্চিত্রের মধ্যে আছে- ‘দ্য ল্যাযারাস ইফেক্ট’, ‘ম্যাজিক মাইক এক্সএক্সএল’, ‘দ্য মার্শান’ এবং ‘স্পাইডার-ম্যান : হোমকামিং’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন