স্টাফ রিপোর্টার : দেলোয়ার জাহান ঝন্টুর নির্দেশনায় নির্মিতব্য ‘৫২ থেকে ৭১’ চলচ্চিত্রে একটি ভিন্ন ধরনের চরিত্রে রূপদান করেছেন চিত্রনায়িকা নিপুণ। সিনেমাটিতে তার অভিনীত সখিনা চরিত্রটি নিয়ে খুবই আশাবাদী তিনি। নিপুণ বলেন, ‘চরিত্রটি ফুটিয়ে তুলতে অনেক প্রস্তুতি নিতে হয়েছে। আন্তরিকতা নিয়ে এতে অভিনয় করেছি। আশা করছি, এটি আমার ক্যারিয়ারে অভিনীত অন্যতম একটি চরিত্র হবে। এই চলচ্চিত্রে নিপুণের বিপরীতে আছেন ফেরদৌস। এ সিনেমা ছাড়াও নিপুণ তৌকীর আহমেদের পরিচালনাধীন ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন। এদিকে বিগত বেশ ক’টি দিন নিপুণ স্টেজ শো নিয়ে দারুণ ব্যস্ত সময় কাটিয়েছেন। আগামী ৩১ মার্চ, ২ এপ্রিল ও ৩ এপ্রিলও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাবেন নিপুণ। ১৭ এপ্রিল একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে আমেরিকা যাবেন নিপুণ। ফিরবেন ২০ এপ্রিল। এসব কর্মকাÐের পাশাপাশি নিপুণ বেশি ব্যস্ত তার বিউটি পার্লার ‘টিউলিপ’ নিয়ে। বলা যায়, দিনের পুরোটা সময় সেখানেই দেয়ার চেষ্টা করছেন তিনি। উল্লেখ্য, নিপুণ শাহ আলম কিরনের ‘সাজঘর’ এবং মোহাম্মদ হোসেনের ‘চাঁদের মতো বউ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন