শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ধারাবাহিক নগর আলো

প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : দুই কোটি লোকের এই শহরে বেশির ভাগ মানুষই থাকে ভাড়া বাড়িতে। মাথা গোঁজার একটু ঠাঁইয়ের জন্য যুদ্ধ করতে হয় প্রতিনিয়ত। তাদের বড় একটা অংশ হলো ব্যাচেলর ছেলে। তাদের যুদ্ধটা আরো প্রকট। ভালো ব্যাচেলর বাসা পাওয়াটা যেন সোনার হরিণ পাওয়ার মতো! যদিও পাওয়া যায়, ভাড়া অনেক বেশি। আয়ব্যয়ের হিসাবের সাথে তাই কেউ পেরে ওঠে না। তখন বাড়িওয়ালার সাথে শুরু হয় ঈদুর-বিড়াল খেলা। ঘটতে থাকে মজার সব ঘটনা। প্রেম, ভালোবাসা, জীবনযুদ্ধ, হাসি-কান্না সবকিছুই মিলেমিশে একাকার এই মানুষগুলোর জীবনে। এই সুখ-দুঃখের মাঝেই বয়ে চলে নগর জীবন, স্বপ্ন দেখে নাগরিক জীবনের এক চিলতে আলোর। এ নিয়ে এগিয়ে চলে ধারাবাহিক নাটক ‘নগর আলো’। সম্পূর্ণ কমেডি ধাঁচের এ নাটকে বর্তমান সময়ের প্রতিচ্ছবি ফুটে ওঠে। সাজিন আহমেদ বাবুর রচনায় এটি পরিচালনা করেছেন এম আর মিজান। অভিনয় করেছেন মোশাররফ করিম, জেনি, তারিক স্বপন, মিলন ভট্টাচার্য্য, ফারুক আহমেদ, শামীমা নাজনীন, ড. ইনামুল হক, হোসনে আরা পুতুল, রোবেনা রেজা জুঁই প্রমুখ। প্রতি মঙ্গল ও বুধবার রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে নাটকটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন