সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ফাগুন অডিও ভিশনের ভালোবাসার বিশেষ পাঁচফোড়ন

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন প্রতিবারের মত এবারও ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণ করেছে ভালোবাসার বিশেষ পাঁচফোড়ন। পাঁচফোড়ন একটি ভিন্ন ধারার ম্যাগাজিন অনুষ্ঠান। নাটকীয়ভাবে এর প্রতিটি আইটেম উপস্থাপন করা হয়। গত প্রায় দেড় যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচার হচ্ছে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায়। প্রতিবারের মত এবারও ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় রকমারী আয়োজন নিয়ে সাজানো হয়েছে ভালোবাসার বিশেষ এই পাঁচফোড়ন। ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত এই বিশেষ পাঁচফোড়নের উপস্থাপনা সাজানো হয়েছে টকশো’র আঙ্গিকে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই বন্ধুর মধ্যে সমসাময়িক বিভিন্ন বিষয় এবং ভালোবাসা নিয়ে মজার মজার আলোচনা হতে থাকে। তারই ফাঁকে প্রসঙ্গক্রমে আসতে থাকে নাচ, গান, নাটক ও বিভিন্ন বিষয়ের উপর চমৎকার সব রিপোটিং। এবারের পাঁচফোড়নে দুই বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয় তারকা মীর সাব্বির ও সাজু খাদেম। পাঁচফোড়নে মূল গান রয়েছে ৩টি। একটি গেয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সেলিম চৌধুরী। গানটির কথা লিখেছেন ইশতিয়াক রুপু, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আবিদ রনি। আর একটি দ্বৈত সঙ্গীত গেয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আনিকা ও ইত্যাদি খ্যাত শিল্পী প্রতীক হাসান। গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দ্বীপ, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন প্রতীক হাসান নিজেই। দূরবীন ব্যান্ড নিয়ে একটি আঞ্চলিক গান গেয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী শহীদ। গানটির কথা ও সুর করেছেন শহীদ নিজেই। ঢাকা ও ঢাকার আশেপাশে মনোরম লোকেশানে গানগুলির চিত্রায়ন করা হয়েছে। দুলাল চন্দ্র দাস নামের এক অটোরিক্সা চালকের যাত্রী সেবা এবং অসহায় ও গরীব রোগীদের ফ্রি সার্ভিস দেয়া নিয়ে রয়েছে একটি অনুকরণীয় প্রতিবেদন। রয়েছে সিরাজগঞ্জের আলী আকবরের মুখে বিভিন্ন পশু-পাখীর ভালোবাসার ডাক এবং নাটোরের বাগাতিপাড়া উপজেলার নওপাড়া গ্রামের ৩৯ বছর বয়স্ক রজবআলী’র গ্রামের মানুষদের প্রতি অন্যরকম ভালোবাসা নিয়ে একটি প্রতিবেদন। অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে ১৪ ফেব্রæয়ারি, বুধবার রাত ৮টায়। অনুষ্ঠানটি পরিবেশিত হবে কেয়া কস্মেটিকস্ লিমিটেডের সৌজন্যে। অনুষ্ঠানটি নির্মান করেছে ফাগুন অডিও ভিশন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন