মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নাট্যলোক সিরাজগঞ্জ-এর নতুন নাটক রূপসুন্দরী

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: নাট্যলোক সিরাজগঞ্জ-এর নতুন প্রযোজনা নাটক রূপসুন্দরী। নাট্যকার মাহবুব আলম রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন অনিক কুমার সাহা। আগামী ১৮ ফেব্রæয়ারি সন্ধ্যায় সিরাজগঞ্জের ভাসানী মিলনায়তন মঞ্চে রূপসুন্দরী নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হবে। এরপর একই মঞ্চে ১৯ ফেব্রæয়ারি নাটকটির দ্বিতীয় মঞ্চায় হবে। সামাজিক স্বীকৃতি না থাকলে নারীর ঠিকানা আসলে কোথায়? জমিদারের ঔরসজাত সন্তান সুন্দরী কিন্তু সামাজিক স্বীকৃতি না থাকায় তাকেও পড়তে হয় জমিদারের লালসার নজরে। সন্তানের নিরাপত্তা নিশ্চত করতে সুন্দরীর মা সুন্দরীকে পরামর্শ দেয় বাড়ি ছেড়ে পালাতে। সুন্দরী তার মায়ের পরামর্শে বাড়ি ছেড়ে নিজের রূপ লুকিয়ে ছদ্মবেশে ঘুরতে থাকে নানান জায়গায়। বান্নির মেলায় তার সাক্ষাৎ হয় ছলিমের সাথে। ঘটনাক্রমে সে আশ্রয় পায় ছলিমের বাড়িতে। আবার সৃষ্ট পরিস্থিতির কারণে তাদের বিয়েও হয়। বিয়ের পরে উন্মোচিত হয় তার আসল পরিচয়। রূপসুন্দরী নাটকে নাট্যকার মাহবুব আলম তুলে ধরেছেন নারীর চিরায়ত একটি নির্যাতনের চিত্র। যুগে যুগে নারীরা কিভাবে ভোগবাদী পুরুষের দ্বারা নির্যাতিত হয়ে আসছে তারই গল্প শৈল্পিকভাবে চিত্রিত করেছেন নাটকে। নির্দেশক অনিক কুমার সাহার নির্দেশনায় সেই চিত্র আরো প্রানবন্ত হয়ে উঠেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন