বিনোদন ডেস্ক : কণ্ঠশিল্পী হিসেবে তুপু শ্রোতাপ্রিয় এ কথা জানা। তবে তার নামের আড়ালে তার ব্যান্ড দল যাত্রী ঢাকা পড়ে গেছে। যাত্রী এ পর্যন্ত মাত্র একটি অ্যালবাম প্রকাশ করেছে। এর মাধ্যমে দলটির প্রচার খুব একটা হয়নি। তবে এবার দ্বিতীয় একক অ্যালবাম প্রকাশ করে আলোচনায় আসতে চাচ্ছে। এবারের রোজার ঈদেই এই ব্যান্ডের নতুন অ্যালবাম আসছে বলে জানিয়েছেন তপু। তিনি জানান, এটা আমাদের ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম। ইতিমধ্যে অ্যালবামের ৬০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। বেশিরভাগ গানের সুর করা শেষ হয়ে গেছে। সব কথা আমিই লিখেছি। সুর করছে ব্যান্ডের সব সদস্য মিলে। আশা করছি অ্যালবামটি সবার ভালো লাগবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন