শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এক সপ্তাহে জিপি মিউজিকে এক লাখের বেশি নিবন্ধন

প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মাত্র এক সপ্তাহেই এক লাখ ২৫ হাজার গ্রাহক জিপি মিউজিক মোবাইল অ্যাপে নিবন্ধন করেছে। গত ২০ মার্চ ডিজিটাল মিউজিক মোবাইল অ্যাপ উন্মোচনের পর এত কম সময়ে রেকর্ড পরিমাণ নিবন্ধন হওয়ার মতো সাফল্য খুব একটা নেই। ২৫ হাজারের বেশি স্থানীয় গান নিয়ে চালু হওয়া জিপি মিউজিক বাংলা ভাষায় বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল মিউজিক লাইব্রেরি। গতানুগতিক নিয়ম থেকে বেরিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গীত অঙ্গন ইতিমধ্যে ডিজিটাল রূপ ধারণ করেছে। আমাদের প্রতিবেশী দেশগুলোতে ডিজিটাল মিউজিক ব্যবহার সবেমাত্র শুরু হলেও দ্রæত গতিতে তা বৃদ্ধি পাচ্ছে। এতদিন পর্যন্ত বাংলাদেশে এ ধরনের প্রচলন ছিলো না বললেই চলে। দেশীয় সঙ্গীতপ্রেমীদের কথা মাথায় রেখে বাংলা গানের লাইব্রেরি সমৃদ্ধ জিপি মিউজিক অ্যাপ চালু করে ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্ম নিয়ে কাজ শুরু করে গ্রামীণফোন। শীর্ষস্থানীয় সঙ্গীতশিল্পীদের অ্যালবাম ও গান জিপি মিউজিক অ্যাপে পাওয়া যাচ্ছে। দেশের সবধরনের সঙ্গীতশিল্পীরা নিজেদের গান ডিজিটাল প্ল্যাটফর্মে সরবরাহের সুযোগ করে দেয়াই অ্যাপটির মূল উদ্দেশ। এছাড়া মিউজিক পাইরেসি কমানোর ক্ষেত্রে এ ধরনের ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্ম সঙ্গীতাঙ্গনে উল্লেখযোগ্য অবদান রাখবে। গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) ইয়াসির আজমান জিপি মিউজিক সম্পর্কে বলেন, আমরা সবার ডিজিটাল জীবনের সঙ্গী হতে চাই। আমরা বিশ্বাস করি, মিউজিকপ্রেমীদের জন্য জিপি মিউজিক বাংলাদেশে সেরা ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্ম সেবা দিতে পারবে। এদিকে গ্রামীণফোনের ডিজিটাল সার্ভিস বিভাগের প্রধান মোহাম্মদ মুনতাসির বলেন, শুরুতেই দেশের সঙ্গীতশিল্প এবং গ্রাহকদের ব্যাপক সাড়া পাওয়ায় আমরা অভিভ‚ত। প্রথম সপ্তাহেই এক লাখ ২৫ হাজার নিবন্ধিত গ্রাহক আমারদের চলার পথকে অনেক বেশি সহজ করেছে। মোবাইলের সব প্ল্যাটফর্মে চালু হওয়ায় জিপি মিউজিক এই রেকর্ড তৈরি করেছে। আইফোনের আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত সকল ডিভাইসে ব্যবহার করা যাচ্ছে জিপি মিউজিক অ্যাপ। অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্ম জিপি মিউজিক। এছাড়া িি.িমঢ়সঁংরপ.পড় ওয়েবসাইটে গিয়েও অনায়াসে ব্যবহার করা যাবে জিপি মিউজিক সেবা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন