শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সমাবেশের অনুমতি না পাওয়ায় কালো পতাকা মিছিল করবে বিএনপি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ৬:৪৭ পিএম

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশের অনুমতি না পাওয়ায় ঢাকা মহানগরীতে কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বুধবার (২১ ফেব্রুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বৃহস্পতিবার ঢাকা মহানগরে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে শনিবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগরীতে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে।

এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া এখন পর্যন্ত খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি ১৭ ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশে গণস্বাক্ষর অভিযান, ১৮ ফেব্রুয়ারি ঢাকাসহ সব জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান, ২০ ফেব্রুয়ারি ঢাকা বাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
গনতন্ত্র ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:৪৮ পিএম says : 0
জনগনের ধারনা, যা হচ্ছে এরশাদ সাহেবের আমলও তার কাছে হার মানছে ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন