শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আফজাল হোসেনের দু’টি উপন্যাস ও গল্প সমগ্র

| প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অভি মঈনুদ্দীন: বইমেলায় আফজাল হোসেনের লেখা গল্প প্রথম প্রকাশ হয়েছিলো আজ থেকে তিন দশকের বেশি সময় আগে বন্ধু কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের সঙ্গে যৌথভাবে লেখা একটি বই নিয়ে। বইটির নাম ছিলো ‘যুবকদ্বয়’। এটি প্রকাশ হয়েছিলো অনন্যা প্রকাশনী থেকে। সেই থেকে অভিনয়ের বাইরে আফজাল হোসেনের লেখালেখি অব্যাহত রয়েছে। গত বছরের বইমেলাতেও তার বই প্রকাশিত হয়েছে। এবারের বইমেলায় দুটি নতুন বই নিয়ে হাজির হয়েছেন। দুটি বই হচ্ছে চারটি উপন্যাসের সমাহার ‘চার দরজা’। এই বইটিতে পাঠক আফজাল হোসেনের লেখা ‘কানামাছি’, ‘বিরহকাল’, ‘পারলেনা রুমকী’ এবং ‘কুসুম কীট’ এই চারটি উপন্যাস এক মলাটে পাবেন। এছাড়া ১২টি গল্প নিয়ে গল্প সমগ্র হিসেবে প্রকাশিত হয়েছে ‘জাহাঙ্গীর বাদশাহ’র ঘোড়া’। আফজাল হোসেন জানান, এরইমধ্যে বই দুটি মেলায় প্রকাশিত হয়েছে। প্রকাশনা সংস্থা ‘অনন্যা প্রকাশনী’র স্টলে বই দুটি পাওয়া যাচ্ছে। আফজাল হোসেন বলেন, ‘দুটি বই-ই পাঠকের ভালো লাগার মতো। পাঠক চাইলে বই দুটি নিয়ে অবসরে ভালোলাগা নিয়ে পড়তে পারেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন