ইনকিলাব ডেস্ক : ইসরাইলে অবস্থিত মার্কিন দূতাবাস আগামী মে মাসে তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তরে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ফিলিস্তিন মুক্তি সংস্থা পিএলও। হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল-কানু শুক্রবার এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে পুরো অঞ্চল ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তিনি বলেন, দূতাবাস স্থানান্তর করা হলেও বাস্তবতার কোনও পরিবর্তন ঘটবে না। জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী হিসেবেই থেকে যাবে, দখলদার ইসরাইলের রাজধানী হতে পারবে না। হামাসের মুখপাত্র তেল আবিব থেকে মার্কিন দূতাবাস স্থানান্তরের ঘটনাকে সব ধরনের আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেন। ফিলিস্তিন মুক্তি সংস্থা (পিএলও)-এর নির্বাহী কমিটির সচিব সায়েব এরিকাত মার্কিন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, জেরুজালেম ফিলিস্তিনি জনগণের এবং এটি হবে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী; ইসরাইলের নয়। ওয়াশিংটনের পদক্ষেপ আরব ও মুসলিম জনগোষ্ঠীর অনুভূতিতে প্রচÐ আঘাত হানবে। আগামী ১৪ মে ইসরাইলের ৭০তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। টুইটারে দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্তের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছে ইসরাইলের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসরাইল কার্টজ। বার্তা সংস্থা এপি’র খবরে বলা হয়েছে, জেরুজালেমে মার্কিন দূতাবাস তৈরির খরচ যোগান দেবেন যুক্তরাষ্ট্রের আলোচিত ক্যাসিনো ব্যবসায়ী শেলডন অ্যাডেলসন। এর আগে এই ব্যবসায়ী নিজ থেকেই মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেওয়ার খরচ বহনের প্রস্তাব দিয়েছিলেন। এখন ট্রাম্প প্রশাসন দূতাবাস নির্মাণের ব্যয় আংশিক হলেও তার অনুদান থেকে খরচের বিষয়টি বিবেচনা করছে। শেলডন অ্যাডেলসন ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির বড় মাপের আর্থিক পৃষ্ঠপোষকদের একজন। যুক্তরাষ্ট্রের চারজন কর্মকর্তা এপি’কে নিশ্চিত করেছেন, স্টেট ডিপার্টমেন্টের আইনজীবীরা ব্যক্তিগত অনুদানের অর্থে দূতাবাস নির্মাণের ব্যয় নির্বাহ করার আইনগত দিক খতিয়ে দেখছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা জানিয়েছেন, নতুন দূতাবাস স্থাপনে আমলাতান্ত্রিক জটিলতার বেশিরভাগই নিরসন হয়ে গেছে। গত বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রেক্স টিলারসন দূতাবাস স্থানান্তর সংক্রান্ত একটি পরিকল্পনা অনুমোদন করেন যা তার স্বাক্ষরের অভাবে সপ্তাহখানেক আটকে ছিল। এপি, রয়টার্স।
gvwK©b `~Zvevm ¯’vbvšÍ‡ii wm×v‡šÍi Zxeª wb›`v nvgvm I wcGjIÕi
†RiæRv‡jg wdwjw¯Í‡bi ivRavbxB
_vK‡e BmivB‡ji n‡Z cvi‡e bv
BbwKjve †W¯‹ : BmivB‡j Aew¯’Z gvwK©b `~Zvevm AvMvgx †g gv‡m †Zj Avwee †_‡K †RiæRv‡j‡g ¯’vbvšÍ‡i Uªv¤ú cÖkvm‡bi cwiKíbvi Zxeª wb›`v Rvwb‡q‡Q wdwjw¯Íwb cÖwZ‡iva Av‡›`vjb nvgvm I wdwjw¯Íb gyw³ ms¯’v wcGjI| nvgv‡mi gyLcvÎ Avãyj jwZd Avj-Kvby ïµevi GK wee„wZ‡Z e‡jb, hy³iv‡óªi G wm×všÍ ev¯ÍevwqZ n‡j cy‡iv AÂj BmivB‡ji weiæ‡× iæ‡L `uvov‡e| wZwb e‡jb, `~Zvevm ¯’vbvšÍi Kiv n‡jI ev¯ÍeZvi †KvbI cwieZ©b NU‡e bv| †RiæRv‡jg wdwjw¯Í‡bi ivRavbx wn‡m‡eB †_‡K hv‡e, `Lj`vi BmivB‡ji ivRavbx n‡Z cvi‡e bv| nvgv‡mi gyLcvÎ †Zj Avwee †_‡K gvwK©b `~Zvevm ¯’vbvšÍ‡ii NUbv‡K me ai‡bi AvšÍR©vwZK AvB‡bi my¯úó j•Nb wn‡m‡e AwfwnZ K‡ib| wdwjw¯Íb gyw³ ms¯’v (wcGjI)-Gi wbe©vnx KwgwUi mwPe mv‡qe GwiKvZ gvwK©b wm×v‡šÍi Zxeª wb›`v Rvwb‡q‡Qb| wZwb e‡jb, †RiæRv‡jg wdwjw¯Íwb RbM‡Yi Ges GwU n‡e wdwjw¯Íb iv‡óªi ivRavbx; BmivB‡ji bq| IqvwksU‡bi c`‡ÿc Avie I gymwjg Rb‡Mvôxi Abyf~wZ‡Z cÖPÐ AvNvZ nvb‡e| AvMvgx 14 †g BmivB‡ji 70Zg ¯^vaxbZv w`em‡K †K›`« K‡i †`kwU‡Z Aew¯’Z gvwK©b `~Zvevm †Zj Avwee †_‡K †RiæRv‡j‡g ¯’vbvšÍ‡ii cwiKíbv Ki‡Q Uªv¤ú cÖkvmb| UyBUv‡i †`Iqv GK †cv‡÷ G wm×v‡šÍi Rb¨ gvwK©b †cÖwm‡W›U †Wvbvì Uªv¤ú‡K Awfb›`b Rvwb‡q‡Q BmivB‡ji †Mv‡q›`v welqK gš¿x BmivBj KvU©R| evZ©v ms¯’v GwcÕi Le‡i ejv n‡q‡Q, †RiæRv‡j‡g gvwK©b `~Zvevm ‰Zwii LiP †hvMvb †`‡eb hy³iv‡óªi Av‡jvwPZ K¨vwm‡bv e¨emvqx †kjWb A¨v‡Wjmb| Gi Av‡M GB e¨emvqx wbR †_‡KB gvwK©b `~Zvevm †Zj Avwee †_‡K †RiæRv‡j‡g mwi‡q †bIqvi LiP en‡bi cÖ¯Íve w`‡qwQ‡jb| GLb Uªv¤ú cÖkvmb `~Zvevm wbg©v‡Yi e¨q AvswkK n‡jI Zvi Aby`vb †_‡K Li‡Pi welqwU we‡ePbv Ki‡Q| †kjWb A¨v‡Wjmb Uªv‡¤úi wbR `j wicvewjKvb cvwU©i eo gv‡ci Avw_©K c…ô‡cvlK‡`i GKRb| hy³iv‡óªi PviRb Kg©KZ©v GwcÕ‡K wbwðZ K‡i‡Qb, †÷U wWcvU©‡g‡›Ui AvBbRxexiv e¨w³MZ Aby`v‡bi A‡_© `~Zvevm wbg©v‡Yi e¨q wbe©vn Kivi AvBbMZ w`K LwZ‡q †`L‡Qb| bvg cÖKvk bv Kivi k‡Z© IB Kg©KZ©viv Rvwb‡q‡Qb, bZyb `~Zvevm ¯’vc‡b AvgjvZvwš¿K RwUjZvi †ewkifvMB wbimb n‡q †M‡Q| MZ e„n¯úwZevi gvwK©b cÖwZiÿvgš¿x †i· wUjvimb `~Zvevm ¯’vbvšÍi msµvšÍ GKwU cwiKíbv Aby‡gv`b K‡ib hv Zvi ¯^vÿ‡ii Afv‡e mßvnLv‡bK AvU‡K wQj| Gwc, iqUvm©|
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন