বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বই মেলায় ওমর ফারুকের সংবিধিবদ্ধ সতর্কীকরণ

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: সঙ্গীত শিল্পী ধ্রুব গুহ এ বছরের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত ওমর ফারুকের প্রথম উপন্যাস বইটির ভূমিকা লিখেছেন। গীতিকার, সাংবাদিক, লেখক ও গাজী টেলিভিশনের ঊর্ধ্বতন জনসংযোগ কর্মকর্তা ওমর ফারুকের লেখা এই উপন্যাসে রয়েছে তার ভাবনার ছোঁয়া। বইয়ের প্রথমেই ধ্রুব গুহ’র লেখা ভূমিকা তার ভক্ত পাঠকদের ভালো লাগবে বলে জানালেন বইটির লেখক। এ প্রসঙ্গে ওমর ফারুক বলেন, গত দুই বছর যাবৎ বই মেলায় আমার নতুন বই আসছে। ‘নিঃশ্বাস’ আমার গল্পগ্রন্থ আর ‘ফেইক আইডির জেনুইন স্ট্যাটাস’ আমার এলোমেলো ভাবনার বই। ধ্রæব গুহ’র সাথে আমার সম্পর্ক আত্মার, তাই ভাবলাম আমার বইয়ের ভূমিকা তাকে দিয়েই লিখাবো। যেই ভাবনা সেই কাজ। বইয়ের ভূমিকা লেখা প্রসঙ্গে ধ্রæব গুহ বলেন, ‘ফারুকের ভাবনা, প্রাঞ্জল লেখনি ও শিশুসুলভ আচরণ আমার খুব ভালো লাগে। কিছু মানুষ থাকে যারা দুঃখকে একপাশে ফেলে রেখে জীবনের চারপাশ হাসি-আনন্দের ফোয়ারায় দোলাতে ভালোবাসে। পাশাপাশি অন্যদেরকেও হাসি আনন্দের মাঝে রাখতে ভালোবাসে। ওমর ফারুক তাদের মধ্যে একজন। ফারুক তার লেখা দিয়ে পাঠকের হৃদয়ে স্থান করে নিক, এ কামনা করি। ফারুকের জন্য অনেক শুভ কামনা’ বর্ষা দুপুর প্রকাশনী থেকে প্রকাশিত ওমর ফারুকের লেখা ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ’ উপন্যাসটি পাওয়া যাবে গ্রন্থমেলার ৬৪০ ও ৬৪১ নং স্টলে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন