চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রানিহাটি বাজার নামক এলাকায় অভিযান চালিয়ে ৭৪৬ বোতল ফেনসিডিল ও ট্রাকসহ দুইজনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন- নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার নুরুল ইসলামের আলাল হোসেন (৩৫) ও নাটোর সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে আলমগীর (৩০)। র্যাব জানায়, সোমবার দুপুর ২টার সময় চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আবদুল্লাহ আল মুরাদের নেতৃত্বে র্যাবের একটি অপারেশন দল রানিহাটি বাজারে ঢাকা মেট্রো ট ১৪-৮০১৮ নম্বরের একটি চাউলভর্তি ট্রাকে তল্লাশী চালিয়ে ৭৪৬ বোতল ফেনসিডিলসহ চালক আলাল হোসেন ও হেলপার আলমগীরকে আটক করা হয়। এসময় ২৭০ বস্তা চাউল জব্দ করা হয়। এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন